মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

হিটে ৪৫ জনের মধ্যে ২৫তম ইমরানুর

স্পোর্টস রিপোর্টার ৩ আগস্ট , ২০২৪, ১৯:৪৭:২০

395
  • ফিনিশিং মার্কে ইমরানুর। ছবি-সংগৃহিত

গত বছর আসান্থাতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে হৈ চৈ ফেলে দিয়েছিলেন অ্যাথলিট ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে এই অ্যাথলিটের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড।

গত এশিয়াডে ১০০ মিটার পার করেছেন ১০.৪৪ সেকেন্ডে। সে কারণেই প্যারিস অলিম্পিকে ভাল একটা অবস্থানে থাকবেন তিনি, এ প্রত্যাশা ছিল বাংলাদেশ ক্রীড়াপ্রেমীদের।

তবে প্যারিস অলিম্পিকে চরম হতাশ করেছেন ইমরানুর রহমান। নিজের সেরা টাইমিং তো  দূরের কথা, এশিয়াডে নিজের টাইমিংয়েরও ধারে কাছে যেতে পারেননি ইমরানুর।  

স্তাদ দে ফ্রান্সের ট্র্যাকে শনিবার ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ৬ নম্বর হিটে ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। এই হিট থেকে প্রথম রাউন্ডে কোয়ালিফাই করা পানামার অ্যাথলেটের টাইমিং ১০.৩৪ ও সিশেলসের অ্যাথলেটের টাইমিং ১০.৫১।

 ৬ নম্বর লেন থেকে শনিবার প্রথম ৫০-৬০ মিটার পর্যন্ত ইমরানুর ছিলেন চেনা ছন্দে। তবে এর পর আর প্রতিদ্বন্দ্বীদের সাথে কুলিয়ে উঠতে পারেননি।   

প্রিলিমিনারি ৬ হিটের শীর্ষ দুই জন করে এবং সবার টাইমিং মিলিয়ে আরো ৪ জন উঠেছেন প্রথম পর্বে। প্রিলিমিনারি হিট থেকে ওঠা সর্বশেষ অ্যাথলিটের টাইমিং ১০.৫৪ সেকেন্ড। ইমরানুরকে পেছনে ফেলেছেন মালদ্বীপের অ্যাথলেট ইবাদুল্লাহও । তিনি সময় নিয়েছেন ১০.৫৫ সেকেন্ড।প্রাথমিক পর্বের ৬টি হিট মিলিয়ে ৪৫ জনের মধ্যে ২৫তম হয়ে ইমরানুর বাদ পড়েছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন