শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ষষ্ঠ স্বর্ণপদক জিতে সর্বকালের সেরা জিমন্যাস্টদের কাতারে বাইলস

স্পোর্টস ডেস্ক ২ আগস্ট , ২০২৪, ১৮:২৪:০৯

319
  • স্বর্ণপদকের পাশে ছাগল সদৃশ্য লকেটটি দেখাচ্ছেন বাইলস। ছবি-ইন্টারনেট

আট বছর আগে বয়স যখন মাত্র ১৯, তখন রিও অলিলিম্পিকে ফেলে দিয়েছিলেন সিমোনে বাইলস হৈ চৈ। মেয়েদের জিমন্যাস্টিকসে টিম, অল অ্যারাউন্ড, ভল্ট এবং ফ্লোর এক্সারসাইজে স্বর্ণপদক জিতে তুলেছিলেন আলোড়ন ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই কৃঞ্চাঙ্গ আমেরিকান।

টোকিও অলিম্পিকে করেছেন হতাশ। একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। হারানো খেতাব ফিরে পেতে প্যারিস অলিম্পিককে একটু বেশিই প্রত্যয়ী ছিলেন বাইলস।

টিম ইভেন্টে স্বর্ণপদক জিতে আত্মবিশ্বাসী বাইলস বৃহস্পতিবার রাতটা রাঙিয়েছেন। জিমন্যাস্টিকসের সবচেয়ে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট অল অ্যারাউন্ডে ৫৯.১৭১ পয়েন্ট স্কোর করে জিতেছেন স্বর্ণপদক। এই ইভেন্টে ৫৭.৯৩২ পয়েন্ট পেয়ে ব্রাজিলের আন্দ্রেদ এবং ৫৬.৪৬৫ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের সিন লি পেয়েছেন ব্রোঞ্জ।   

বাইলস আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মেয়েদের অলরাউন্ড ইভেন্টে শুরু করেছিলেন ভল্ট দিয়ে। মেয়েদের ব্যক্তিগত এই ইভেন্টে আছে চারটি রাউন্ড, ভল্ট, আনইভেন বারস, ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজ। বাইলস শুরু করেছিলেন ভল্ট দিয়ে। সেখানে তিনি মোট ১৫.৭৬৬ স্কোর করেন। আনইভেনে বারসে বাইলস স্কোর করেন ১৩.৭৩৩। ব্যালান্স বিমে ১৪.৪৬৬ স্কোর করেন বাইলস।

তিনটি রাউন্ড শেষে শীর্ষে ছিলেন তিনি। ফ্লোর এক্সারসাইজ়ের পর সোনা নিশ্চিত করেন বাইলস। এর সঙ্গে সঙ্গে অলিম্পিকে ৬ষ্ঠ স্বর্ণপদক জয়ে অন্য উচ্চতায় উঠেছেন বাইলস। সর্বকালের সেরা নারী জিমন্যাস্টের পথে এগিয়ে গেলেন তিনি এক ধাপ।

অলিম্পিকে মেয়েদের জিমন্যাস্টিকসে এখন তার উপরে আছেন সাবেক সোভিয়েট ইউনিয়নের লারিসা লাটিনিয়া (৯টি স্বর্ণপদক) এবং সাবেক চেকশ্লোভাকিয়ার ভেরা কাসলাভাস্কা (৭টি স্বর্ণপদক)।   

৫৪৬টি হীরক খণ্ড দিয়ে ছাগলের প্রতিকৃতি সম্বলিত লকেট তৈরি করে এনেছিলেন বাইলস। বৃহস্পতিবার রাতে অল অ্যারাউন্ডে স্বর্ণ জিতে বিজয়মঞ্চে সেই লকেটটি প্রদর্শন করেছেন বাইলস। গলায় এই লকেটটি পরার কারণ হিসেবে বাইলস বলেছেন- ‘গ্রামে আমার একটি পোষা ছাগল আছে। অনেক লোক এটিকে পছন্দ করে। তারা আমাকে সব সময় ছাগল বলে ডাকে। তাই আমি ভেবেছিলাম যে আমি যদি ছাগলের মতো দেখতে একটি লকেট  তৈরি করি তাহলে এটা স্পেশাল কিছু হবে। সিদ্ধান্ত নিয়েছিলাম, ভাল কিছু হলে আমি এই গোট নেকলেস পরব। জানি এটা নিয়ে অনেক কথা হবে। ব্যাপারটা কথা হওয়ার মতোই। বিশ্বের সেরা অ্যাথলিট বলা হচ্ছে আমাকে। কিন্তু আমি নিজেকে টেক্সাসের সেই বাইলসই মনে করি, যে ফ্লিপ করতে ভালবাসে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন