মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

অবশেষে টেনিস ছাড়লেন মারে

ক্রীড়া ডেস্ক ২ আগস্ট , ২০২৪, ১১:০৪:৪৬

153
  • ছবি: ইন্টারনেট

আগেই অ্যান্ডি মারে ঘোষণাটা দিয়ে রেখেছিলেন। অবশেষে সেটাই সত্যি হল সোমবার রাতে। সে সময় প্যারিস অলিম্পিকে ছেলেদের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ ও টমি পল জুটির কাছে ৬-২, ৬-৪ গেমে হারেন মারে ও ড্যান ইভানস জুটি। চোটের কারণে এর আগে অলিম্পিকের একক ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন মারে। ফলে গতকাল রাতে দ্বৈত ইভেন্টে হারের মধ্য দিয়ে শেষ হলো তার ক্যারিয়ার। 

মারে বিদায়বেলায় বলেছেন, ‘নিজের ক্যারিয়ার, অর্জন ও এই খেলায় যতটুকু অবদান রাখতে পেরেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই এটা আবেগের। কারণ, এটাই (আমার) শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে এখন আমি সত্যিই খুশি। যেভাবে শেষ হলো, তাতে আমি খুশি। এটা ভালো লাগছে যে অলিম্পিকে নিজের ইচ্ছা অনুযায়ী শেষ করতে পেরেছি। কারণ, (চোটের কারণে) গত কয়েক বছরে এর কোনো নিশ্চয়তা ছিল না।’

রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের সঙ্গে মারে ছিলেন টেনিসে ‘বিগ ফোরের’ একজন। ২০টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার ২০২২ সালে অবসর নেন। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালও বিদায় নিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। প্যারিসে আর তাকে না-ও দেখা যেতে পারে, সে বিষয়েও ইঙ্গিত দিয়ে রেখেছেন স্প্যানিশ কিংবদন্তি। শুধু জোকোভিচই এখনো খেলে যাচ্ছেন এবং গতকাল উঠেছেন অলিম্পিকের সেমিফাইনালেও।

সব মিলিয়ে ক্যারিয়ারে ৪৬টি শিরোপা জিতেছেন মারে। প্রাইজমানি হিসেবে আয় করেছেন ৬ কোটি ৫০ লাখ ডলার। তবে সাম্প্রতিক বছরগুলোয় চোটে জর্জরিত ছিলেন। র‍্যাঙ্কিংয়ে ১১৭তম স্থানেও নেমে গিয়েছিলেন। ২০১৯ সাল থেকে কোমরে ‘মেটাল হিপ’ নিয়ে খেলছেন। এ বছরের শুরুতে চোট পান অ্যাঙ্কেলেও। এরপর অস্ত্রোপচার করিয়ে অপসারণ করেছেন মেরুদণ্ডের সিস্ট, যে কারণে এবার উইম্বলডনেও খেলতে পারেননি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন