শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৭৯ জনের মধ্যে সামিউল ৬৯তম

স্পোর্টস রিপোর্টার ৩০ জুলাই , ২০২৪, ১৮:২৬:৪৭

396
  • সাঁতারু সামিউল ইসলাম।-ফাইল ফটো

প্যারিস অলিম্পিক থেকে বাংলাদেশ ক্রীড়াবিদদের একটার পর একটা ব্যর্থতার খবর আসছে। ৫ ক্রীড়াকিদের মধ্যে শ্যুটার রবিউল ইসলাম বিদায় নিয়েছেন আগেই। আজ (মঙ্গলবার) বিদায় নিলেন সাঁতারু সামিউল ইসলাম রাফি।

১০০ মিটার ফ্রিস্টাইলে দুই নম্বর হিটে পুলে বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন সামিউল।

সব মিলিয়ে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু। সামিউল অবশ্য নিজের সেরা টাইমিং করেছেন। এর আগে তার আগের সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড।

এই ইভেন্টে ১০টি হিট থেকে টাইমিংয়ে সেরা ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি।

১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।১০০ মিটার ফ্রি স্ট্রাইলে সেমিফাইনালে কোয়ালিফাই করা ১৬ জনের মধ্যে এই ইভেন্টে ফেভারিট অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিযোগী মাত্র ১ জন করে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন