শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ফেলপসের রেকর্ড ভাঙলেন ফ্রেঞ্চ তরুণ লিওঁ মারশাঁ

ক্রীড়া ডেস্ক ২৯ জুলাই , ২০২৪, ১৩:৩৪:৪২

335
  • ছবি: ইন্টারনেট

অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ সোনা জয়ের রেকর্ড কিংবদন্তি মাইকেল ফেলপসের। সাঁতারের রেকর্ডে তাকে একক সম্রাট বললেও খুব একটা অত্যুক্তি হয় না। সেই মাইকেল ফেলপসের রেকর্ডই এবারের অলিম্পিকে ভাঙলেন ফ্রান্সের লিওঁ মারশাঁ। 

মারশাঁ নিজেকে সাঁতারের পুলে জানান দিয়েছেন বেশ কয়েকবছর ধরেই। ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে সোনা এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রুপা। ২০২৩ সালে এসে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা। এবার ২০২৪ সালে এসে ফেল্পসের অলিম্পিক রেকর্ড ভাঙলেন তিনি। 

প্যারিসের লা ডিফেন্স অ্যারেনাতে পুলে নেমে ৪০০ মিটার ইভেন্টে মারশাঁ ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড। ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ। বেইজিংয়ে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। 

২০২৩ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে ফেলপসের রেকর্ড ভাঙেন মারশাঁ। এই ইভেন্টে ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

সাঁতারে আরেক ইভেন্ট ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও দেখা গেল নতুন সোনাজয়ীকে।  টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে পেছনে ফেলে রীতিমতো বিষ্ময়ের জন্ম দিয়েছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। ৫৯.০৩ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন স্বর্ণপদক।

পিটি পেয়েছেন রুপা। ব্রেস্ট স্ট্রোকের বিশ্ব রেকর্ডের মালিক ব্রিটিশ তারকা পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন