শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

শুটিংয়ে ৪৯ জনের মধ্যে ৪৩তম রবিউল

স্পোর্টস রিপোর্টার ২৮ জুলাই , ২০২৪, ১৮:২৩:১৬

215
  • রবিউল ইসলাম।-সংগৃহিত

অলিম্পিকে অংশগ্রহনটাই বাংলাদেশ ক্রীড়াবিদদের জন্য বড় কথা। তার শুরুটা করেছেন শুটার  রবিউল ইসলাম। ওয়াইল্ড কার্ড নিয়ে প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে নিজের স্ট্যান্ডার্ডটা হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম।

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে নিজের সেরা স্কোর ছিল ৬২৭ পয়েন্ট। সেই স্কোরটাও করতে পারেননি রবিউল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম।

৪৯ জন প্রতিযোগীর মধ্যে রবিউল ইসলাম ৪৩তম হয়েছেন। তাঁর স্কোর ৬২৪.২। বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭, দুইয়ে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের স্কোরও তাই। বাছাইপর্ব থেকে সেরা ৮জন পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন