শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

প্যারিস অলিম্পিকে করোনার হানা

স্পোর্টস ডেস্ক ২৫ জুলাই , ২০২৪, ০৮:১৩:৪৭

340
  • অস্ট্রেলিয়া নারী ওয়াটার পোলো দলের গোলরক্ষক অনুশীলন করছেন। ছবি-ইন্টারনেট

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর জন্য ২০২০ সালে পূর্ব নির্ধারিত সময়ে টোকিও অলিম্পিক গেমস আয়োজন করা সম্ভব হয়নি।  এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়েছিল টোকিও অলিম্পিক।

৩ বছর পর প্যারিস অলিম্পিক গেমসের শুরুতেও হানা দিয়েছে কোভিড-১৯। গেমস ভিলেজে অবস্থানরত অস্ট্রেলিয়ার নারী ওয়াটার পোলো দলের ৫ খেলোয়াড় কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন।

অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর পুরুষ দলের দুই সদস্য জ্বর নিয়ে প্যারিসের বিমানে উঠেছিলেন। তাদের উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন।

শুধু ওই দুইজন নয়, অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের ৫ খেলোয়াড়ের পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। কোভিড পরীক্ষার ফল আসার পর আক্রান্ত খেলোয়াড়দের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের সবাইকে সার্বক্ষণিকভাবে মাস্ক পরতে বলা হয়েছে। 

অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স তাঁদের শিবিরে কোভিড হানা দেয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন-‘আমাদের দু’জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গিয়েছে। তাদেরকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনও সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।সাবধানতা হিসাবে দলের বাকিদের সঙ্গে দূরত্ব রাখতে বলা হয়েছে।’

ওয়াটার পোলোতে পদক প্রত্যাশী অস্ট্রেলিয়া দলের কোভিড আক্রান্তরা দ্রুত কোভিড মুক্ত হবেন বলে মনে করছেন তিনি-‘ ওরা দলের সঙ্গে ব্রেকফাস্ট করেনি। এখনকার পরিস্থিতি টোকিও’র মতো নয়। কোভিড এখন অন্যান্য ফ্লু-র মতোই হয়ে গিয়েছে। তাই আতঙ্কের কিছু নেই। আশা করছি দু’দিন পর থেকেই ওরা দলের অনুশীলনে যোগ দিবে। সে জন্য দু’দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদেরকে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন