মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ক্যান্সারের কাছে হার মেনেছেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আতিকুর

স্পোর্টস রিপোর্টার ১৭ জুলাই , ২০২৪, ১৯:০৬:০৫

119
  • আতিকুর রহমান। ছবি-ইন্টারনেট

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আবদুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে স্বর্নপদক জিতেছিলেন আতিকুর রহমান।

আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ পর্যায়ের আসরে ওটাই বাংলাদেশের প্রথম সেরা সাফল্য। কমনওয়েলথ গেমসে দেশকে প্রথম স্বর্নপদক উপহার দেয়া এই ক্রীড়াবিদ ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমস ও ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসেও জিতেছেন স্বর্ণপদক।

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন ১৯৯৪ সালে।  শুটিং থেকে অবসর নেওয়ার পর এই খেলাটির সঙ্গে ছিলেন সম্পৃক্ত।

২০১৪ সাল থেকে আতিকুর রহমান কণ্ঠনালির ক্যান্সারে ভুগছিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান। ক্যান্সারের সঙ্গে ১০ বছর লড়ে সেই মরণব্যাধির কাছে হার মেনেছেন আতিকুর রহমান। আজ (বুধবার) সকাল ১০টার দিকে তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। এই কৃতি শুটার স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শুটিং ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করেছেন তারা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন