মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

বিশ্বরেকর্ড হয়নি জোকোভিচের,আলকারাজের কাছে আত্মসমর্পন

স্পোর্টস ডেস্ক ১৪ জুলাই , ২০২৪, ২২:৫০:৫০

415
  • আলকারাজের হাতে উইম্বলডনের ট্রফি। পাশে জোকোভিচ। ছবি-ইন্টারনেট

২০২৩ সালটা দারুণ কেটেছে সার্বিয়ান টেনিস তারকা জোকেভিচের। ৪টি গ্র্যান্ড স্লামের তিনটি জিতেছেন সে বছর। এই সাফল্যে ফেদেরার, নাদালকে টপকে ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ে পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে রেকর্ডটা করেছেন।

এবারের উইম্বলডনে ছিল তার সামনে আরও দুটি রেকর্ডের। নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের পাশাপাশি ঘাসের কোর্টে রজার ফেডেরারের আটটি উইম্বলডন জেতার রেকর্ড স্পর্শ করার হাতছানি ছিল জোকোভিচের। 

অন্যদিকে স্পেনিশ তরুণ আলকারাজের সামনে লক্ষ্য ছিল পর পর উইম্বলডনের অনার্স বোর্ডে পর পর দু’বার নাম লেখানোর। এ বছর ফ্রেঞ্চ ওপেন জয়ী ২১ বছর বয়সী এই স্পেনিশের সামনে ছিল চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

উইম্বলডনের ফাইনালে গত বছর জোকোভিচকে হারানোর সুখস্মৃতি থেকে টনিক পেয়েছেন আলকারাজ। উইম্বলডনের সেন্টার কোর্টে রোববার চাঙ্গা আলকারাজ দ্যুতিতে আত্মসমর্পন করেছেন জোকোভিচ।

‘২৫’ ছুঁতে গিয়ে ব্যর্থ হলেন নোভাক জোকোভিচ। মাত্র ১৯ বছর বয়সে টেনিসের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ রোববার ফাইনালে মাত্র ২ ঘণ্টা ২৭ মিনিট খেলেই ৩৭-এ পা দেয়া জোকোভিচকে স্ট্রেট সেটে (৬-২, ৬-২, ৭-৬) হারিয়ে পর পর দু’বার ঘাসের কোর্টের রাজার উপাধি পেলেন।  

২০১৮ সালে শেষ বার পুরুষদের উইম্বলডন ফাইনাল স্ট্রেট সেটে জিতেছিলেন জোকোভিচ। ছ’বছর পরে সেই জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়েই উইম্বলডন জিতলেন আলকারাজ়। মাত্র ২১ বছর ২ মাস বয়সে ৪টি গ্র্যান্ড স্লাম জিতে নতুন রেকর্ড করেছেন এই স্পেনিশ।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন