শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

তিন বছর পর গ্র্যান্ড স্লাম জিতলেন ক্রেজসিকোভা

স্পোর্টস ডেস্ক ১৩ জুলাই , ২০২৪, ২২:৩৪:৩৪

333
  • গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে বারবোরা ক্রেজসিকোভা। ছবি-ইন্টারনেট

তিন বছর আগে ফ্রেঞ্চ ওপেন জিতে নিজেকে যেনো হারিয়ে ফেলেছিলেন বারবোরা ক্রেজসিকোভা। চেক প্রজাতন্ত্রের এই নারী টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনের পর উইম্বলডন শুরুর আগে পাঁচ মাসের মধ্যে সিঙ্গলে মাত্র দুটি ম্যাচ জিতেছেন।

অসুস্থতা এবং ইনজুরি তাকে ভুগিয়েছে বেশ। ৩১ নম্বর বাছাই হিসেবে উইম্বলডনে খেলতে এসেই সেই বারবোরা ক্রেজসিকোভা করেছেন বাজিমাৎ। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি উইম্বলডন থেকে। 

শনিবার লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে উইম্বলডনের নারী এককের ফাইনালে তিন সেটের লড়াইয়ে ইতালির  পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভার হাতে উঠেছে উইম্বলডনের ট্রফি।

গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আগেও হতাশ হতে হয়নি, এবারও ফাইনাল জিতে করেছেন ২৮ বছর বয়সী চেক তারকা উৎসব।  তবে গ্র্যান্ড স্লামের ফাইনাল এবারও ট্র্যাজেডি হলো পাওলিনির। ফ্রেঞ্চ ওপেনের পর উইম্বলডন, পাওলিনি টানা দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে দুবারই হারলেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন