মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

এএইচএফ কাপ হকি: ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২৩ জুন , ২০২৪, ১৯:১৩:২২

363
  • ছবি: ইন্টারনেট

এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব-২১ হকির শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে আজ টুর্নামেন্টের ফাইনালে ৪-২ গোলে  চীনকে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। 

রোববার দ্বিতীয় কোয়ার্টারে চীনের পোস্টে রীতিমতো ঝড় তোলে বাংলাদেশ। ২২-২৭ মিনিটে প্রথম ও তৃতীয় গোল রকিবুল হাসানের। দুটিই ফিল্ড গোল। মাঝখানে ২৫ মিনিটে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ২-০ করেন পেনাল্টি কর্নারে।

৩ গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া চীন জিয়ালং লুর ফিল্ড গোলে ৩৩ মিনিটে ৩-১ করে।  ৪১ মিনিটে পেনাল্টি কর্নারে জিয়ানশেন ৩-২ করলে জমে ওঠে ম্যাচ। তবে ৫৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় ৪-২ গোলে। বাকি ৭ মিনিটে আর কোনো গোল করতে না পারলেও গোল খায়নি বাংলাদেশ। শিরোপা ধরে রাখার আনন্দ নিয়েই মাঠে ছাড়ে বাংলাদেশ।

সর্বশেষ গত বছর জানুয়ারিতে ওমানে হয়েছিল এই টুর্নামেন্ট। তাতে চীন ছিল না। তবে ছিল স্বাগতিক ওমান। সেই ওমানও বাংলাদেশের শিরোপা জয়ের পথে বাধা হতে পারেনি। যেমন এবার হতে পারেনি চীন।

এই টুর্নামেন্ট থেকে আগামী জুনিয়র এশিয়া কাপের টিকিট পেয়েছে বাংলাদেশ, গত বছরও তা পেয়েছিল। গত বছর জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ। জুনিয়র এশিয়া কাপ থেকে সেরা তিনটি দল খেলে জুনিয়র বিশ্বকাপে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন