শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

মিলারের ব্যাটিংয়ে ডাচদের বিপক্ষে প্রোটিয়াদের জয়

শামীম চৌধুরী,, নিউইয়র্ক থেকে ৯ জুন , ২০২৪, ০১:০৪:০৫

295
  • জয়ের পর ডেভিড মিলারকে জড়িয়ে ধরেছেন মহারাজ। ছবি-ক্রিকইনফো

নেদারল্যান্ডস : ১০৩/৯ (২০.০ ওভারে)

দক্ষিণ আফ্রিকা : ১০৬/৬ (১৮.৫ ওভারে)

ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)।

১৭ মাস আগে এডিলেডে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দেয়ার অতীত আছে নেদারল্যান্ডসের। নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতি ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে লড়াইটা তাই জমিয়ে তোলার প্রাণশক্তি পেয়েছে ডাচরা।

মাত্র ১০৩/৯ স্কোর পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে বড় ধরণের চাপের মুখে ফেলতে পেরেছে নেদারল্যান্ডস। তবে ডেভিড মিলার গড়ে দিয়েছেন ব্যবধান।

মিলারের হার না মানা ফিফটিতে (৫১ বলে ৫৯*) ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে বড় বাধা পেরিয়ে সুপার এইটের কক্ষপথে এখন দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে দুই পেসার বার্তম্যান (৪/১১) এবং মার্কো জানসেনের (২/২০) বোলিংয়ে মাত্র ১০৩/৯ এ নেদারল্যান্ডকে থামায় দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে নেদারল্যান্ডসের স্কোর ছিল ৪৮/৬।

সেখান থেকে ৭ম উইকেট জুটির ৪৫ বলে ৫৪ রানে ১০৩/৯ পর্যন্ত স্কোর টেনে নিতে পেরেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের সাইব্রান্ড ৪৫ বরেল ২ চার, ১ ছক্কায় করেছেন ৪০ রান। লগন ফন বিক করেছেন ২২ বলে ২৩ রান।

টার্গেট মাত্র ১০৪। অথচ,ব্যাটিং পাওয়ার প্লে-তে ভিভিয়ান কিঙ্গমার এক স্পেলে (৩-১-৭-২) স্কোরশিটের চেহারা ছিল দক্ষিণ আফ্রিকার ১৬/৪। সেখান থেকে ৫, জুটির ৭২ বলে ৬৫ রানে জয়ের আবহ পায় দক্ষিণ আফ্রিকা। শেষ ১২ বলে ১৬ রানের টার্গেটটা দুরূহ মনে হলেও শেষ ওভার থ্রিলার পর্যন্ত ম্যাচটা নিতে দেননি মিলার।

১৯তম ওভারের প্রথম বলে বাস ডি লিডিকে ছক্কার শটে শুরু করেছেন মিলার। ওই ওভারের ৪র্থ বলে বাউন্ডারি এবং ৫ম বলে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কায় দক্ষিণ আফ্রিকাকে স্বস্তির জয় উপহার দিয়েছেন মিলার।

ফিনিশার মিলার ৫১ বলে ৩ চার, ৪ ছক্কায় ৫৯ রানে ছিলেন অপরাজিত। এই ম্যাচে ম্লান হয়েছে ভিভিয়ান কিংগমা (২/১২)ও লগান ফন বিক ( ২/২১) -এর বোলিং।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন