শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

কাবাডিতে ফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ৩ জুন , ২০২৪, ১৯:১২:১৭

212
  • ছবি: ইন্টারনেট

আবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। সোমবার  মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। এ নিয়ে এ টুর্নামেন্টে স্বাগাতিকরা টানা চারবার অপরাজিত চ্যাম্পিয়ন হল। 

সোমবার ফাইনাল ম্যাচ জিততে তেমন একটা বেগ পেতে হয়নি বাংলাদেশ দলের। বলতে গেলে প্রতিপক্ষকে কোন সুযোগই দেয়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত কাঙ্খিত জয়ও পেয়ে লাল-সবুজ প্রতিনিধিরা। এর সঙ্গে সঙ্গে এ টুর্নামেন্টে টানা চারবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।  

ঘরের মাঠের ফাইনালে সোমবার ম্যাচের শুরু থেকে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। পয়েন্ট আদায় করে শিরোপার দিকে হাটতে থাকে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল। এর মধ্যে ১টি লোনাও ছিল। দ্বিতীয়ার্ধে পয়েন্টের ব্যবধান একই থাকলে বাংলাদেশ শিরোপা জয়ের উল্লাসে মাতে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন