মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ২ জুন , ২০২৪, ২০:৪৫:১৮

288
  • প্রধান এবং বিশেষ অতিথির হাত থেকে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন আরদুজ্জামান। ছবি-কাবাডি ফেডারেশন

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের  শিরোপা থেকে এখন মাত্র ১ ধাপ দূরে বাংলাদেশ। গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ রোববার সেমিফাইনালে তিনটি লোনাসহ ৪১-১৮ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থ ট্রফি জয়ে রেখেছে চোখ।

ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেপালকে। দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়াকে টাইব্রেকারে ৯-৫ (৫০-৫০) পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় নেপাল।

আগামীকাল সোমবার (৩ জুন) বাংলাদেশ-নেপাল ট্রফির লড়াইয়ে অবতীর্ন হবে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

সেমিফাইনালে বড় জয়ের আবহ পেয়েছে বাংলাদেশ শুরুতেই। প্রথমার্ধে বিজয়ী দল ২৩-০৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। 

 ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের তারকা রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে আরদুজ্জামান একাই তুলে আনেন মূল্যবান ১১টি পয়েন্ট। সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, এমপি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন