মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

বঙ্গবন্ধু কাবাডিতে সবার আগে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ৩০ মে , ২০২৪, ২০:৫৪:৩৯

496
  • পোল্যান্ডের সীমানায় বাংলাদেশের রেইডার। ছবি-কাবাডি ফেডারেশন

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডির চলমান আসরে সেমিফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ মে) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে টানা ৪র্থ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

চতুর্থ ম্যাচে ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়ে সেমি'র টিকিট পেয়েছে বাংলাদেশ। বিজয়ী দল প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে ছিল।

দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনিষএকাই ২৫ পয়েন্ট তুলে নেন। শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৬টায়  গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

এদিন সেমিফাইনালের টিকিট পেয়েছে নেপালও। আসিয়ান অঞ্চলের দেশ ইন্দোনেশিয়াকে বিধ্বস্ত করে দিয়েছে তারা। এদিন তারা ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৬৩-৩৪ পয়েন্টে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ৩৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল।

নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন বিজয়ী দলের ঘনশ্যাম রোকা মাগার। এ নিয়ে চার ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার পেলেন ঘনশ্যাম। নেপালের কাছে হেরে শেষ চারে যাওয়ার স্বপ্ন ভেস্তে গেলো ইন্দোনেশিয়ার।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির চলমান আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ কাবাডি দলের কোচ আব্দুল জলিলের টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া- ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরো উজ্জীবিত আত্মবিশ্বাসী করেছে। গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশাকরি টানা চার ম্যাচের মতো নেপালের বিরুদ্ধে আমরা জিতব।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন