শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

মালয়েশিয়াকে সহজে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ২৭ মে , ২০২৪, ২১:২৯:৫২

80
  • ম্যান অব দ্য ম্যাচ আল আমিন। ছবি-কাবাডি ফেডারেশন

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চাঙ্গা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও বড় জয় উদযাপন করেছে।

সোমবার (২৭ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালেয়শিয়াকে ৬টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৩৭-০৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্বাগতিক দলের রাইট রেইডার আল-আমিন।

 মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে ৩টি লোনাসহ ৩৭ পয়েন্ট এবং দ্বিতীয়ার্ধে ৩টি লোনাসহ আরো ৩৬ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। এটা টানা দ্বিতীয় হার মালয়েশিয়ার।

মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যান অব দ্য আল-আমিন ধারাবাহিকতা ধরে রাখতে চান- ‘আমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি এটা বড় কথা নয়। দল জয় পেয়েছে এটাই আমার কাছে বড়। টানা দ্বিতীয় জয় পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। এই ধারাবাহিকতা পুরো টুর্নামেন্ট জুড়ে ধরে রাখতে চাই। চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’

 ২৯ মে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন