মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

এবারো ক্লাব কাপ হকির শিরোপা মেরিনার্সের

স্পোর্টস রিপোর্টার ২ মার্চ , ২০২৪, ২৩:২৫:১৮

148
  • গোলের পর মেরিনার্সের উৎসব। ছবি-সংগৃহিত

ক্লাব কাপ হকি দিয়ে দীর্ঘদিন পর হকির অচলাবস্থার অবসান হয়েছে। শনিবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ক্লাব কাপ হকির শিরোপা অক্ষুন্ন রেখেছে মেরিনার্স।  

ক্লাব কাপ হকির ফাইনালকে ঘিরে ছড়িয়েছিল উত্তেজনা। ভুভুঁজেলার আওয়াজে কান ঝালাপালা হয়েছে। কাঁচ ঘেরা প্রেস বক্সে বসেও শোনা গেছে এই আওয়াজ।

নির্ধারিত সময়ের ২০ মিনিট বিলম্বে শুরু হওয়া ফাইনালে দ্বিতীয় কোয়ার্টারে আবাহনীর অনূকুলে একটি পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের উপর আক্রমনাত্মক হয়েছে মেরিনার্সের খেলোয়াড়রা। সিদ্ধান্ত প্রত্যাহারের চাপ দেয়ায় প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থেকেছে। পরে হকি ফেডারেশনের সভাপতির মধ্যস্থতায় খেলায় ফিরেছে মেরিনার্সের হকি খেলোয়াড়রা। 

সমর্থকদের উসকে দেয়া ফাইনালে বড় ধরণের সংঘর্ষ হয়নি। খেলায়ও পাওয়া যায়নি ফাইনালের আমেজ। সেরা দলের স্টিকার গায়ে লাগিয়েও আবাহনীকে মেরিনার ইয়াংসের সামনে অসহায় মনে হয়েছে। 

প্রথম তিন কোয়ার্টারে পরিকল্পিত আক্রমনে ২ গোলে এগিয়ে গেছে মেরিনার্স। দ্বিতীয় কোয়র্টারের ৫ মিনিটের মাথায় ডি বক্সের কোনা থেকে রিভার্স হিটে মেরিনার্সকে এগিয়ে দেন ভারতের দিপক (১-০)।

দুই মিনিট পর একটি পেনাল্টি কর্নার নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে উত্তেজনা ছড়ায় মাঠে। প্রায় ১৫ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। পেনাল্টি কর্নার না পাওয়ায় নিজেদের ডাগ আউটের সামনে যেয়ে মেরিনার্সের খেলোয়াড়রা প্রতিবাদে ফেটে পড়েন। তৃতীয় কোয়ার্টার শেষ বাশি বেঁজে ওঠার ৩৭ সেকেন্ড আগে পেনাল্টি স্ট্রোক থেকে রাব্বীর গোলে ব্যবধান দ্বিগুন করে মেরিনার্স (২-০)। শেষ কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নারের একটিকেও কাজে লাগাতে পারেনি আবাহনী। 

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মেরিনার্সের ফজলে হোসেন রাব্বি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর আশরাফুল ইসলাম।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন