মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

দুই রৌপ্যতে সন্তুষ্ট আর্চাররা

স্পোর্টস রিপোর্টার ২৫ ফেব্রুয়ারি , ২০২৪, ২০:৫৪:০৬

595
  • বাংলাদেশের নারী আর্চারদের সঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ছবি-সংগৃহিত

গত শনিবার এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন  বাংলাদেশের আর্চার তপু রায় ও মেঘলা রানী। ওই দিন রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে ফাইনালে উঠে রৌপ্য জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ আর্চার দল।

স্বপ্ন ছিল স্বর্ণপদকের। তবে রোববার ফাইনালে প্রতিপক্ষ ফেভারিট ভারত হওয়ায় ওই দুটি ইভেন্টে রৌপ্যতে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ আর্চার দলকে। 

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমান ফাইনালে ভারতের কাছে হেরেছে ২-৬ সেট পয়েন্টে। বাংলাদেশের ৩ আর্চার  প্রথম সেটে ভারতকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৪ স্কোরে প্রথম সেট জিতলেও পরের সেটে হতাশ করেন হাকিম-সাগর-আবদুর রহমান। ওই সেটে বাংলাদেশ হেরে যায় ৪৯-৫৪ পয়েন্টে। তৃতীয় সেট ভারতের কাছে হেরেছে বাংলাদেশের ওই তিন প্রতিযোগী ৫৩-৫৭ পয়েন্টে । চতুর্থ সেটে  ৫৩-৫৬ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।

মিক্সড টিমস ইভেন্টের ফাইনালে বাংলাদেশের দুই প্রতিযোগী সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেননি। ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ০-৬ ব্যবধানে। 

রোববার বাংলাদেশের আর্চাররা জিতেছে আর একটি ব্রোঞ্জ জিতেছেন। রিকার্ভ মহিলা দলগত বিভাগে দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফামিদা সুলতানাকে নিয়ে গড়া বাংলাদেশ দল স্বাগতিক ইরাককে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন