শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ইরাক থেকে সুসংবাদ, আর্চারির কম্পাউন্ড মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ

স্পোর্টস রিপোর্টার ২৪ ফেব্রুয়ারি , ২০২৪, ২১:২৬:২৬

762
  • ব্রোঞ্জ জয়ী তপু-মেঘলার সঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ছবি-সংগৃহিত

ইরাক থেকে সুসংবাদ দিয়েছেন দুই তিরন্দাজ তপু-মেঘলা। এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন  বাংলাদেশের আর্চার তপু রায় ও মেঘলা রানী।

ব্রোঞ্জের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে ১৪৮-১৪৬ পয়েন্টে তপু-মেঘলা জুটি হারিয়েছেন স্বাগতিক ইরাকের জুটিকে। প্রথম দুই সেটে বাংলাদেশের এই জুটি এগিয়ে ছিল ৩৬-৩৪ ও  ৩৭-৩৬ পয়েন্টে।

পরের দুই সেটে ৩৭-৩৭, ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। প্রথম দুই সেটে এগিয়ে থাকায় ব্রোঞ্জ পদক জিতেছে তপু-মেঘলা। চলমান আসরে এটাই প্রথম পদক বাংলাদেশের। রোববার বড় সুসংবাদের দিকে তাকিয়ে বাংলাদেশ আর্চার দল।

রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ইতোমধ্যে দুটি ইভেন্টেই রৌপ্য জয় নিশ্চিত করেছে বাংলাদেশ আর্চার দল।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমান আলিফকে নিয়ে গড়া বাংলাদেশ দল ৫-১ সেটে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে।রিকার্ভ মিক্সড টিমস ইভেন্টে  সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকীর বাংলাদেশ দল সেমিফাইনালে ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে।

রোববার অন্য দুটি ইভেন্টে ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ইরাকের বিপক্ষে এবং রিকার্ভ পুরুষ এককে  তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হাকিম আহমেদ রুবেল উজবেকিস্তানের প্রতিযোগীর মুখোমুখি হবেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন