মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ইমরানুর পারেননি, হাইজাম্পে মাহফুজুরের ব্রোঞ্জ

স্পোর্টস রিপোর্টার ১৯ ফেব্রুয়ারি , ২০২৪, ২৩:৩৮:২২

3K
  • ব্রোঞ্জ জয়ী মাহফুজুর রহমান। ছবি-সংগৃহিত

গত বছর  কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে হৈ চৈ ফেলে দিয়েছিলেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী অ্যাথলিট ইমরানুর রহমান।

তেহরানে অনুষ্ঠানরত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে বাংলাদেশ ক্রীড়া দলে সব আলো ছিল তার উপর।৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে নিজের হিটে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে ইমরানুরের টাইমিং ছিল ৬.৬০ সেকেন্ড।

ফাইনালে এই টাইমিংটা করতে পারলে পদক জিততে পারতেন তিনি। তবে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে হতাশ করেছেন ইমরানুর। ৬.৬৭ সেকেন্ড টাইমিং নিয়ে দৌড় শেষ করায় কোনো পদক জিততে পারেননি ইমরানুর। ৪র্থ হয়ে শেষ করেছেন প্রিয় ইভেন্ট।

এই ইভেন্টে ওমানের আলী আনোয়ার আলী আল বালুশি ৬.৫২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন স্বর্ণপদক। ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন জাপানের শুহেই তাদা। উত্তর কোরিয়ার জো কাম ইয়ং ৬.৬৬ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। 

ইমরানুর পারেননি, পেরেছেন হাই  জাম্পার মাহফুজুর রহমান। সোমবার মাহফুজুর রহমান ২.১৫ মিটার উচ্চতা লাফিয়ে পেয়েছেন ব্রোঞ্জ পদক। চীনের অ্যাথলেট মা জিয়াও  একই উচ্চতা অতিক্রম করেছিলেন। তবে মাহফুজুর কম সংখ্যকবার লাফিয়ে এই উচ্চতা লাফিয়েছেন বলে তাকে দেয়া হয়েছে ব্রোঞ্জ পদক।

জাপানের রিয়োচি আকামাতসু ২.১৯ মিটার উচ্চতা লাফিয়ে স্বর্ণপদক এবং একই উচ্চতা অতিক্রম করে জাপানের আর এক প্রতিযোগী  ইয়োতো সেকো পেয়েছেন রৌপ্য পদক।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন