মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক ২১ জানুয়ারি , ২০২৪, ১৬:২৯:২৭

419
  • ছবি: ইন্টারনেট

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামকে জয়ে চোখ রেখে দাপটের সঙ্গে ছুঁটছেন নোভাক জোকোভিচ। সে লক্ষ্য পূরণে রোববার ২০তম বাছাই ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে গুঁড়িয়ে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল। মেলবোর্নের গতবারের চ্যাম্পিয়ন জিতেছেন ৬-০,৬-০, ৬-৩ গেমে। সময় নিয়েছেন ১ ঘণ্টার ৪৪ মিনিট। 

প্রথম দুই সেটে মান্নারিনোকে কোনো পাত্তাই দেননি শীর্ষ বাছাই জোকোভিচ। জিতেছেন একটি পয়েন্টও না হারিয়ে। এমন জয়ের পর ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা বলেছেন, ‘প্রথম দুই সেট ছিল আমার এখন পর্যন্ত খেলা সেরা।’ 

রড লেভার অ্যারেনায় মান্নারিনো তৃতীয় সেটের দ্বিতীয় গেম জিতলেও জোকোভিচ তিন সেট জিতলেন কোনো গেম ড্রপ না করেই। অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে এমনটি হয়নি। শেষ আটে তিনি মুখোমুখি হবেন ১২তম বাছাই টেইলর ফ্রিটজের। ২৬ বছর বয়সী আমেরিকান ফ্রিটজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন গতবারের ফাইনালিস্ট স্তেফানোস সিৎসিফাসকে ৭-৬ (৭-৩),৫-৭, ৬-৩,৬-৩ গেমে হারিয়ে। 

মেলবোন প্রিয় কোর্ট জোকোভিচের। এখানে দশবার শিরোপা উদযাপন করেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এ তারকা। এবার জিততে সংখ্যাটা এগারোয় উন্নীত হওয়ার পাশাপাশি সবেচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে তিনি পেছনে ফেলবেন মার্গারেট কোর্টকেও। 

এ নিয়ে রেকর্ড ৫৮তম বার গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বের ‘এক নম্বর’ তারকা জোকোভিচ। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন