মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

উইম্বলডন: প্রথম রাউন্ড থেকেই বিদায় ভন্দ্রুসোভার

ক্রীড়া ডেস্ক ১৫ জানুয়ারি , ২০২৪, ১৩:১১:১২

441
  • ছবি: ইন্টারনেট

গত বছর টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই নারী হিসেবে উইম্বলডন জয় করে হইচই ফেলে দিয়েছিলেন মারকেতা ভন্দ্রুসোভা। যে কারণে এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শুরু থেকেই তিনি ছিলেন নজরে। তবে ভন্দ্রুসোভা এবার আর পারলেন না। বরং অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনকে। 

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে ভন্দ্রুসোভা হেরেছেন ইউক্রেনেরই অবাছাই এক খেলোয়াড়ের কাছে। ৬–১, ৬–২ গেমে দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ভন্দ্রুসোভা হেরেছেন কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই।

নিজের প্রথম সার্ভিস গেমটাই হারেন ভন্দ্রুসোভা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি। গত সপ্তাহে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে গা গরমের ম্যাচে চোট নিয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ভন্দ্রুসোভা। আজ তাঁর খেলা দেখে মনে হয়েছে, সমস্যা এখনো ঠিকভাবে কাটিয়ে উঠতে পারেননি।

র‌্যাঙ্কিংয়ের ৯৩তম স্থানে থাকা ইয়াস্ত্রেমস্কা এই সুযোগটাই নিয়েছেন শুরু থেকে। ম্যাচ শেষে ইউক্রেনিয়ান খেলোয়াড় বলেছেন, ‘আজকের ম্যাচটা দারুণ ছিল। (শুরুতে) আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু আমি নিজের খেলাটা উপভোগ করতে চেয়েছি। আজ গ্যালারি থেকেও বেশ ভালো সমর্থন পেয়েছি।’

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ থাকা খেলোয়াড়দের বিপক্ষে ইয়াস্ত্রেমস্কার চতুর্থ জয় এটি। মেলবোর্ন পার্কে তাঁর সেরা সাফল্য ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে খেলা।

ভন্দ্রুসোভা হোঁচট খেলেও পুরুষ এককে গতকাল ঠিকই জয় পেয়েছিলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের উদ্বোধনী দিন র‌্যাঙ্কিংয়ে ১৭৮ নম্বরে থাকা প্রিজমিচকে ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪ গেমে হারান ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন