শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ফিরে দেখা ২০২৩: ক্রীড়াঙ্গনে মনে রাখার মতো যত ঘটনা

ক্রীড়া ডেস্ক ২৪ ডিসেম্বর , ২০২৩, ১০:৩৮:৩৩

574
  • ছবি: ইন্টারনেট

সময় দ্রুত এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। সে হিসেবে শেষের পথে আরো একটি বছর। অপেক্ষা ২০২৩ পেরিয়ে ২০২৪ সালের। ক্রীড়া জগতে ২০২৩ সাল যেন বসিয়েছিল নানা রং এর পসরা। বাংলাদেশের ফুটবলে বছরটাকে মনে রাখতেই হবে নানা কারণে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে জায়গা করে নেয় জামাল ভূঁইয়ার দল। সেইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও ফুটবল সমর্থকেরা পেয়েছেন বিপুল আনন্দ ও উৎসবের সুযোগ। অন্যদিকে উদযাপন করার মতো একাধিক দিন পেয়েছে ক্রিকেটপ্রেমীরাও। যার মধ্য বাংলাদেশের যুবাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জয় অন্যতম। শেষ হতে যাওয়া বছরটিতে উৎসবের উপলক্ষের পাশাপাশি ছিল বিষাদের ঘনঘটাও। এক নজরে দেখে নিন বছরজুড়ে ক্রীড়াঙ্গনে মনে রাখার মতো ঘটনাগুলো....

ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
 
বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে মালদ্বীপকে হারায় বাংলাদেশ দল। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় জামাল ভূঁইয়ার দল। এর মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে উত্তীর্ণ হয় লাল-সবুজের জার্সিধারীরা।
 
সাবিনাদের রেকর্ড গড়া জয়
 
 বাংলাদেশ নারী ফুটবল দলের ২০২৩ সালটি কেটেছে দুর্দান্ত। মাঠের খেলায় ফিরেই নিজেদের সর্বোচ্চটা উজার করে দিয়েছেন সাবিনা-সানজিদারা। ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুর নারী ফুটবল দলতে আতিথেয়তা দেয় বাংলাদেশ দল। ফিফার প্রথম প্রীতি ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় মেয়েরা। আর দ্বিতীয় ম্যাচে তো স্বাগতিকদের সামনের দাঁড়াতেই পারেনি সিঙ্গাপুর। ম্যাচটিতে একে একে আটটি গোল হজম করেছে ফিফা র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা দলটিকে। 
 
ফুটবলে আরব বিপ্লব
 
বিশ্বের অন্যতম জ্বালানী তেল উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে। আর সেখানেই ফুটবল বিপ্লব ঘটেছে ২০২৩ সালে!  গত বছরের শেষমুহূর্তে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি দিয়ে বেশ হৈচৈ ফেলে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেসময় ভাবা হয়েছিল, সৌদিতে পাড়ি দেওয়া একমাত্র তারকা ফুটবলার হয়তো তিনিই। কিন্তু চলতি বছর দেশটিতে রীতিমতো ফুটবল বিপ্লব ঘটেছে।
 
বছরজুড়েই ইউরোপের শীর্ষ ক্লাব দাপিয়ে বেড়ানো বড়বড় তারকারা সৌদিতে পাড়ি দেওয়া শুরু করেন। এ তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র, করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ ও ইয়াসিন বুনোর মতো তারকারা।
 
ইউরোপ ছেড়ে আমেরিকায় মেসি 
 
পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ইউরোপের ক্লাব ফুটবলকে বিদায় বলেন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান লিওনেল মেসি। ২০২৩ সালের জুলাইয়ের মাঝামাঝিতে সব জল্পনা-কল্পনা গুঁড়িয়ে আমেরিকায় পাড়ি দেন তিনি। সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নিজের নাম লেখান লিও। সকার লিগে পাড়ি দেওয়ার মধ্য দিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করেন এ আর্জেন্টাইন সুপারস্টার।
 
ম্যানসিটির ট্রেবল জয়
 
গত মৌসুমজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি। তবুও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিছুটা হলেও স্নায়ুচাপে ভুগছিল সিটিজেনরা। অন্যদিকে ইন্টার খেলেছে নিজেদের সর্বস্ব দিয়ে। তাতে ম্যাচটা হয়ে উঠেছিল অনেক বেশি ট্যাকটিকাল।
 
স্প্যানিশ কোচে পেপ গার্দিওলার হাত ধরে শেষ হাসিটা হেসেছে সিটিজেনরাই। আর তাতে ইতিহাস গড়ে প্রথমবারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
 
এর আগে প্রিমিয়ার লিগ ও এফএ কাপও জিতেছিল তারা। একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়ে ক্লাবটি।
 
লুইস সুয়ারেজের মৃত্যু
 
ফুটবল দুনিয়ায় ‘দ্য আর্কিটেক্ট’ ছিলেন স্প্যানিশ কিংবদন্তি লুইস সুয়ারেজ। এই বছরের ৯ জুলাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। 
 
স্পেনের সর্বকালের সেরা ফুটলারের একজন লুইস ষাটের দশকে দেশের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯৬৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)। ১৯৬০ সালে ব্যালন ডি’অর জেতেন সুয়ারেজ। বার্সেলোনার কোনো ফুটবলারের সেটিই ছিল প্রথম কোনো মর্যাদাপূর্ণ ট্রফি জয়।
 
ক্লাব ফুটবলে বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন লুইস সুয়ারেজ। পরবর্তীকালে তিনি ইন্টার মিলানের হয়ে তিন দফা কোচের দায়িত্বে ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত স্পেন জাতীয় দলেরও কোচ ছিলেন সুয়ারেজ। তার অধীনে ১৯৯০ ইতালি বিশ্বকাপে অংশ নেয় স্পেন।
 
মেসির হাতে অষ্টম ব্যালন ডি’অর
 
২০২২ সালের শেষমুহূর্তে নিজের ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত বছরের ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেন মেসি। এরপর মেসি বলেছিলেন, ‘তার জীবনে আর কিছুই চাওয়া-পাওয়ার নেই।’
 
প্যারিস অধ্যায় বাদ দিলে এই বছরও দুর্দান্ত কেটেছে মেসির। মায়ামিতে যোগ দিয়েই ক্লাবটিকে প্রথম শিরোপা জয়ের স্বাদ দেন তিনি। আর অক্টোবরে অষ্টমবারের মতো নিজের ঝুলিতে ভরেছেন অষ্টম ব্যালন ডি’অর।
 
ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননার দৌড়ে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন সিটির আর্লিং হালান্ড ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে। এ দুজনকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি।
 
মেয়েদের ফুটবলের নতুন চ্যাম্পিয়ন স্পেন
 
এই বছর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে পর্দা উঠেছিল নারী ফুটবল বিশ্বকাপের। যেখানে উড়তে থাকা ইংল্যান্ডের মেয়েদের মাটিতে নামায় স্পেন। এর মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশ মেয়েরা।
 
২০২৩ সালের ২০ আগস্ট সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ২৯ মিনিটে অলগা কারামোনার গোলে এগিয়ে যায় স্পেন, সেই গোলই তাদের এনে দিল প্রত্যাশিত শিরোপা।
 
অবসর ভেঙে তামিমের ফেরা 
 
২০২৩ সালে আচমকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে ২৮ ঘণ্টার ব্যবধানে অবসর ভেঙে ফেরেন তিনি। এরপর অবশ্য অধিনায়কত্ব ছাড়েন তিনি। এক পর্যায়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন এ তারকা ওপেনার। এসব মিলিয়ে বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তামিম।
 
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা অস্ট্রেলিয়ার
 
গত জুনে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারায় অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের পর টেস্টের শ্রেষ্ঠত্বের রাজদণ্ড হাতে ওঠে প্যাট কামিন্সের দলের। সেইসঙ্গে প্রথম দল হিসেবে আইসিসির সবগুলো ট্রফি জেতার নজিরও গড়ে অজিরা।
 
ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই বিশ্বকাপ
 
২০২৩ সালে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ইভেন্ট ছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরটি গড়িয়েছিল ভারতের মাটিতে। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো উপমহাদেশের মাটিতে পর্দা উঠেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরের।
 
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডস, শ্রীলংকার জায়গা হলেও ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাইপর্বে খেই হারিয়ে বিশ্বকাপে অংশ নেয়ার যোগ্যতা হারায় ক্যারিবীয়রা। ফলে এই প্রথম দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়াই মাঠে গড়ায় ভারত বিশ্বকাপ।
 
ওয়ানডে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার 
 
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনা শেষ হয়েছে। এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে অজিরা।
 
গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে অজিরা। 
 
টাইগার যুবাদের এশিয়া জয়
 
বছরের শেষমুহূর্তে এসে দেশের ক্রিকেটাঙ্গনে আনন্দের স্মৃতি উপহার দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।  সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে যুবারা। এর মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে এশিয়ার সেরা দলের তকমা পেয়েছে মুশফিক-সাকিবদের উত্তরসূরীরা। 
 
উইম্বলডনের নতুন রাজা আলকারাজ
 
টেনিসের মর্যাদাপূর্ণ আসর উইম্বলডন। ২০২৩ সালে এই টুর্নামেন্টে নতুন রাজাকে খুঁজে পেয়েছে টেনিসপ্রেমীরা। টেনিস কোর্টের কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডন শিরোপা উঁচিয়ে ধরেন স্প্যানিশ তরুণ তুর্কি কার্লোস আলকারাজ।
 
গত জুলাইয়ে ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে রুখে দিয়ে দুর্দান্ত এক জয়ে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জেতেন আলকারাজ। ২০১৩ সালের পর ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে হারেনি জোকোভিচ। তবে সেই জোককে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন জেতেন এ স্প্যানিশ তারকা।
 
উইম্বলডনের শিরোপা নির্ধারণী মঞ্চে জোকোভিচকে  ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারান ২০ বছর বয়সী আলকারাজ। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন