শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

ফাইনালে ফিলিস্তিনের সমর্থনে মাঠে ঢুকে কোহলিকে ছুঁয়েছেন দর্শক

শামীম চৌধুরী ১৯ নভেম্বর , ২০২৩, ২০:১৬:১১

544
  • কোহলিকে ছুঁয়েছেন ফিলিস্তিন সমর্থক। ছবি-ইন্টারনেট

ফিলিস্তিনের নীরিহ জনতার উপর চলছে ইসলারাইল সেনা হামলা। প্রতিদিন প্রাণ হারাচ্ছে নীরিহ জনতা। গোলার আঘাতে প্রাণ যাচ্ছে বহু শিশুর। হাসপাতালও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের এই হামলার প্রতিবাদ হয়েছে এবার বিশ্বকাপ ক্রিকেটে।

গত ৩১ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে একদল সমর্থক ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির। গ্যালারিতে উড়িয়েছেন তারা ফিলিস্তিনের পতাকা। 

 মূলত তারা 'ফ্রি প্যালেস্টাইন' প্রচারণার অংশ হিসেবেই ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছিল।এই ঘটনায় ক'জনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ। 

বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ও দেখা মিলেছে ফিলিস্তিনের জার্সি পরা এক দর্শককে। ভারতের ইনিংসের ১৪তম ওভারে ফিলিস্তিনের পতাকা নিয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে।সেই সময় বল করছিলেন অ্যাডাম জ়াম্পা। ব্যাট করছিলেন বিরাট কোহলি।

গ্যালারির ফেন্সিং টপকে ওই দর্শব চলে গেছেন কোহলির কাছে। তাঁর সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’। অর্থাৎ প্যালেস্তাইনে বোমা ফেলা বন্ধ করো। মাঠে ঢুকে তিনি কোহলিকে জড়িয়ে ধরেন। এমন ঘটনায় অপ্রস্তুত কোহলিও তাকে নিবৃত্ত করতে চেষ্টা করেও পারেননি।

হতভম্ব কোহলি তার সঙ্গে মিলিয়েছেন হাত। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই ফিলিস্তিন সমর্থককে সরিয়ে নিয়ে যান।এই ঘটনায় এক মিনিটের মতো বন্ধ ছিল খেলা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন