শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

সেমিফাইনালে থেমেছেন ইমরানুর, পদকের আশা বক্সর সেলিমের

স্পোর্টস রিপোর্টার ৩০ সেপ্টেম্বর , ২০২৩, ২১:৫৯:১৬

482
  • ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর। ছবি-ইউএনবি

কিছুদিন আগে লন্ডনে একটি ঘরোয়া প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে ক্যারিয়ারসেরা টাইমিং করেছিলেন বাংলাদেশের অ্যাথলিট ইমরানুর। সেই ইভেন্টে সময় নিয়েছিলেন মাত্র ১০.১১ সেকেন্ড।

শুক্রবার হানজু এশিয়ান গেমসের হিটে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে সেমিতে ওঠেছিলেন ইমরানুর।নিজের সেরা টাইমিংয়ের ধারে-কাছে থাকলে উঠতে পারতেন ফাইনালে।

তবে সেমিফাইনালে হতাশ করেছেন ইমরানুর। ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে তাঁর টাইমিং ১০.৪২ সেকেন্ড। সেমিফাইনাল ১-এ  ৮ জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ।

সেমিফাইনালে ইমরানুরের সঙ্গে দৌড়ে ১০.১৭ সেকেন্ড নিয়ে ফাইনালে উঠেছেন মালয়েশিয়ার মোহাম্মদ ফাহমি আজিম। ১০.১২ সেকেন্ড নিয়ে ফাইনালে গেছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জহরি লালু।

এদিকে এশিয়ান গেমসের অষ্টম দিন বক্সার সেলিম হোসেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আর একটি ধাপ পেরুলে দেশকে উপহার দিবেন পদক। শনিবার হানজু জিমনেশিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির প্রি-কোয়ার্টারে তাজিকিস্তানের আসরর ভকিধভকে নকআউট করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি।এর আগে সেলিম শ্রীলঙ্কান রাকমাল প্রসন্নকে প্রথম রাউন্ডে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে এসেছিলেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন