মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

কার্লসেনের চালে প্রজ্ঞার নতি স্বীকার

স্পোর্টস ডেস্ক ২৪ আগস্ট , ২০২৩, ১৮:৫৪:১৬

538
  • চালে মগ্ন প্রজ্ঞা-কার্লসেন। ছবি-ইন্টারনেট

২০০২ সালে ভারতের বিশ্বনাথ আনন্দ দাবা বিশ্বকাপ ট্রফি জিতে ফেলে দিয়েছিলেন হৈ চৈ। ভারতের প্রথম কোনো দাবাড়ু হিসেবে সেটাই ছিল আনন্দের সর্বোচ্চ সাফল্য।

২১ বছর পর আনন্দের সেই কৃতিত্ব ছোঁয়ার হাতছানি ছিল ভারতের ১৮ বছর বয়সী দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের। মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এবং ১২ বছর ৭ মাস বয়সে দ্বিতীয় সর্বকণিষ্ঠ গ্র্যান্ডমাষ্টারের খেতাব অর্জনকারী চেন্নাইয়ের এই দাবুাড়ুর দিকে এবার চোখ ছিল সবার।

জিতলে ১৮ বছর ১০ দিন বয়সে অনন্য রেকর্ড হয়ে যেতো। দাবা বিশ্বকাপে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের বিশ্বরেকর্ড করতে পারতেন।  তবে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত দাবা বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে হেরে রানার্স আপ হয়ে থেমেছেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ।

বিশ্বের এক নম্বর দাবাড়ু এবং পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেছেন তিনি। প্রথম দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় শিরোপা নির্ধারণী খেলাটি গড়ায় টাইব্রেকারে।  প্রথম র‌্যাপিড  রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের খেলায় সেই একটি চালই প্রজ্ঞাকে পিছিয়ে দেয়।  হার স্বীকার করে নেন তিনি। প্রজ্ঞার ভুলের সুযোগ নিয়ে ২.৫-১.৫ পয়েন্টে জিতে গেছেন কার্লসেন।

রানার্স আপ হয়ে চেন্নাইয়ের প্রজ্ঞ পেলেন ৮০ হাজার মার্কিন ডলার। চ্যাম্পিয়ন কার্লসেন পেয়েছেন ১ লাখ ১০ হাজার ডলার।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন