শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

দ্বিতীয় কন্যা সন্তানের মা হলেন সেরেনা

ক্রীড়া ডেস্ক ২৩ আগস্ট , ২০২৩, ১৭:০২:২২

488
  • ছবি: ইন্টারনেট

টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়ামস আবারও মা হয়েছেন। তার কোল আলো করে এসেছে আরেকটি কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে গত মঙ্গলবার রাতে খবরটি নিশ্চিত করেছেন তিনি ও তাঁর স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান। 

আমেরিকান ব্যবসায়ী ওহানিয়ান তার অফিশিয়াল ইনস্টাগ্রামে সেরেনা ও তার দুই সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বাগতম, আদিরা রিভার ওহানিয়ান। আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, আমাদের ঘর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। একজন সুস্থ নবজাতক এসেছে আমাদের ঘরে। মা-ও সুখি ও সুস্থ আছে।’ 

এই দম্পতি প্রথম সন্তানের জন্ম দেন ২০১৭ সালের ১ সেপ্টেম্বর, তাঁদের কোলজুড়ে আসে কন্যাসন্তান অ্যালেক্সিস ওলিম্পিয়া। দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে আদিরা রিভার।

ওহানিয়ান আরও লেখেন, ‘কৃতজ্ঞতা অনুভব করছি। সেরেনা উইলিয়ামস, তুমি আমাকে আরেকটি অতুলনীয় উপহার দিয়েছো। যারা আমার স্ত্রী ও আমাদের কন্যাকে দেখাশোনা করেছেন সেসব অসাধারণ মেডিকেল স্টাফদের ধন্যবাদ। অলিম্পিয়ান ওহানিয়ানকে তার শিশু বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মুহূর্তটি আমি কখনই ভুলব না।’ 

২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা গত বছরের ইউএস ওপেনের সময়ই পেশাদার টেনিস জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। চলতি বছরের মে মাসে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন