শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

চলে গেলেন ক্রীড়া সংবাদিকদের কাছের মানুষ টিপু ভাই

স্পোর্টস রিপোর্টার ২৫ জুলাই , ২০২৩, ২৩:৪৪:১৮

736
  • ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু। ছবি-সংগৃহিত

টেবিল টেনিসের সংগঠক হিসেবে তারুণ্যেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জড়িয়ে পড়েছেন রফিকুল ইসলাম টিপু। দীর্ঘদিন ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক।

নব্বই দশকে বেক্সিমকো আন্তর্জাতিক টেবিল টেনিস আয়োজনে সংগঠক হিসেবে কুড়িয়েছেন প্রশংসা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া কমিটিতে নব্বই দশক থেকে দীর্ঘদিন ছিলেন সম্পৃক্ত।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে সর্বশেষ বাংলাদেশ যুব গেমসের মিডিয়া কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। টেবিল টেনিস ফেডারেশন থেকে স্বেচ্ছা নির্বাসিত টিপু আর্চারি ফেডারেশনের নির্বাচিত কমিটির সদস্য হিসেবে ছিলেন।

বাংলাদেশে আয়োজিত এশিয়ান আর্চারি এবং ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মিডিয়া কমিটির মূল দায়িত্বটা পালন করেছেন তিনি। ক্রীড়া সাংবাদিকদের সবাইকে ব্যক্তিগতভাবে চিনতেন। গণমাধ্যমকর্মীদের দ্রুত খেলাধুলার সংবাদ পৌছে দিতে, আন্তর্জাতিক গেমসগুলোর অ্যাক্রিডিটেশন কার্ড বুঝিয়ে দিতে তার জুড়ি মেলা ভার।  ক্রীড়া সাংবাদিকদের খুব কাছের এই  মানুষটিকে ক্রীড়াঙ্গন চিরদিনের জন্য হারিয়েছে মঙ্গলবার।     

সোমবার নিজ বাসার সিঁড়ি থেকে নামতে যেয়ে পা পিছলে পড়ে যান ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু। তাৎক্ষণিকভাবে আসগর আলী হাসপাতালে ভর্তি করানো হলে মস্তিস্কে রক্তক্ষরণজনিক কারণে অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তখন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বেলা ৩টা ৩ মিনিটে চিকিৎসাধীন থাকাকলে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইলাইরি রাজেউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। টিপুর মত্যুর সংবাদে ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া।বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্তানে তাকে দাফন করা হয়।  তার মৃত্যুতে যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ), আর্চারি ফেডারেশন, বিএসপিএ-বিএসজেএ ও বিভিন্ন ফেডারেশনসহ ক্রীড়া সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন