মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
অন্যান্য

টরন্টো ওপেনে খেলবেন না জোকোভিচ

ক্রীড়া ডেস্ক ২৫ জুলাই , ২০২৩, ০৮:৫১:০৮

424
  • ছবি: ইন্টারনেট

সদ্যই শেষ হওয়া উইম্বলডনের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি নোভাক জোকোভিচ। আগামী মাসের শেষ দিকে আবারও ইউএস ওপেন। সেই প্রতিযোগিতাতেও নিজেকে তৈরি রাখতে হবে। তাই বাড়তি বিশ্রাম নিতে টরন্টো ওপেন থেকে নাম তুলে নিয়েছেন সার্বিয়ান এই তারকা। 

আগামী বছরগুলোতে আবার কানাডা এবং টরন্টোতে এসে দারুণ সব সমর্থকদের সামনে খেলতে চান জোকোভিচ, ‘কানাডায় বরাবর সময়টা উপভোগ করেছি। তবে এ বারের প্রতিযোগিতার আগে নিজের চিকিৎসক দলের সঙ্গে কথা বলে ঠিক করেছি যে না খেলাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তের গুরুত্ব বোঝার জন্য প্রতিযোগিতার ডিরেক্টর কার্ল হেলকে ধন্যবাদ। আশা করি আগামী বছরগুলোতে আবার কানাডা এবং টরন্টোতে এসে দারুণ সব সমর্থকদের সামনে খেলতে পারব।’

৩৬ বছর বয়সী এই তারকাকে উইম্বলডন ফাইনালে প্রায় পাঁচ ঘণ্টার কাছাকাছি লড়তে হয়েছে। তার আগেও দু’টি ম্যাচ গড়িয়েছে চার সেটে। এ কারণেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকোভিচ। তাছাড়া ইউএস ওপেনে তিনি ট্রফি জেতার জন্য মরিয়া। তার আগে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে চান। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন