শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
অন্যান্য

জকোভিচের পর নাদালের বিদায়

ক্রীড়া ডেস্ক ১৭ এপ্রিল , ২০২১, ১৭:২৪:৫৬

477
  • ছবি: ইন্টারনেট

দারুণ ছুটতে থাকা নোভাক জোকোভিচের পর এবার মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ফেবারিট রাফায়েল নাদাল।

রাশিয়ান আন্দ্রে রুবলেভের কাছে নাদাল হেরেছেন  ৬-২, ৪-৬, ৬-২ গেমে। এর মাধ্যমে ১২তম মন্টে কার্লো শিরোপা জয়ের স্বপ্ন আরো কিছুটা বিলম্বিত হলো এই স্প্যানিয়ার্ড তারকার।

এর আগের দিন যুক্তরাজ্যের ড্যান ইভান্সের কাছে পরাজিত হয়ে শেষ ১৬’ থেকে বিদায় নিয়েছিলেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ।

কোন মাস্টার্স টুর্নামেন্টে ৭৫ বারের মত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে কোর্টে নেমেছিলেন নাদাল। ম্যাচ শেষে বিশ্বের তিন নম্বর এই তারকা বলেছেন, ‘আজ এমন একটি দিন ছিল যেদিন আমার সার্ভিসই আমাকে শেষ করে দিয়েছে। এখানে হারাটা সবসময়ই দু:খজনক। সঠিক পদ্ধতিতে ক্লে কোর্ট মৌসুম শুরু করার সুযোগ হাতছাড়া করলাম। যদিও এই মুহূর্তটা অভিযোগের সময় নয়। আগামী সপ্তাহে বার্সেলোনার মাধ্যমে আমি এই ক্ষতি পুষিয়ে নিতে চাই। একইসঙ্গে অনুশীলন চালিয়ে নিজের ভুলগুলো শুধরে উঠতে চাই।'

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন