মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

খেলা
  >
ফুটবল

আরও একবার ইউরোপে খেলতে চান নেইমার

ক্রীড়া ডেস্ক ১৭ জুন , ২০২৫, ২০:১৯:১৯

139
  • ছবি: ইন্টারনেট

চোটে জর্জরিত সৌদি ক্লাব আল-হিলালে সময়টা দুঃস্বপ্নের মতো কেটেছিল নেইমারের। অবশেষে চুক্তি বাতিল করে চলতি বছরের শুরুতে ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে। সেখানে স্বল্পমেয়াদি একটি চুক্তিতে খেলছেন তিনি। তবে আবারো এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চান ইউরোপে। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

ব্রাজিলে নেইমারের ফেরাটা যতটা দীর্ঘ ভাবা হয়েছিল, বাস্তবে তা যেন কম সময়েই শেষ হতে চলেছে। নেইমারের ঘনিষ্ঠ মহল ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে—ইউরোপের দরজা তাঁর জন্য আবারও খুলে গেছে। নেইমার নিজেও উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

তার ইউরোপে ফেরার বিষয়ে নেইমারের বাবা বলেছেন, ‘অনেকে ভাবছেন নেইমারের সময় শেষ। কিন্তু আমি এখনো ইউরোপীয় বাজারে আগ্রহ দেখছি। এই সপ্তাহে আমরা মায়ামি যাচ্ছি ক্লাবগুলোর সঙ্গে কথা বলতে। ওদের কথা শুনব, তারপর সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, ইউরোপের কিছু ক্লাব আগ্রহী—যাদের কেউ কেউ চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে। তারা জানে নেইমার ভালো একটা মৌসুম কাটাতে পারে, কারণ সবুজ সংকেত পাওয়া গেছে। তবে ব্রাজিলিয়ান বাজারটাও আকর্ষণীয়।’

বিশ্বকাপের এক বছর আগে ক্লাব ছাড়াটা ঝুঁকিপূর্ণ, তাই সান্তোসে থেকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে নেইমারের। তবে এ সিদ্ধান্ত নেইমারই নেবেন বলে মনে করেন তার বাবা, 'হ্যাঁ, এটা ঝুঁকিপূর্ণ। সব দিক বিশ্লেষণ করব আমরা। এখন মনে হচ্ছে, নেইমারের সান্তোসেই থাকার সম্ভাবনা বেশি। আমি সেই দিকেও কাজ করছি। এর মানে এই নয়, আমি অন্য ক্লাবের প্রস্তাব শুনছি না।'

ইউরোপে নেইমারের শেষ সময়টা চোটে জর্জরিত ছিল, এমনকি সৌদি প্রো লিগেও। সেই ধাক্কা কাটিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চান তিনি। তার টেকনিক্যাল দক্ষতা কখনোই প্রশ্নের মুখে পড়েনি, এখন তিনি এমন একটি প্রতিযোগিতামূলক পরিবেশ খুঁজছেন যেখানে তিনি নিজের পুরনো ছন্দে ফিরতে পারবেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন