মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

খেলা
  >
ফুটবল

আলমাদার শেষের দিকের গোলে কলম্বিয়ার বিপক্ষে হার এড়াল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক ১১ জুন , ২০২৫, ০৯:৪০:২৩

141
  • ছবি: ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে শুরুতেই পেছনে পড়ে আর্জেন্টিনা। একটা সময় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরিণত হয় ১০ জনের দলের। এদিকে সবচেয়ে ভরসার প্রতীক লিওনেল মেসিকেও একটা সময় তুলে নেন কোচ। সব মিলিয়ে আকাশি-নীল জার্সিধারীদের পরাজয়ই চোখ রাঙাচ্ছিল। শেষ পর্যন্ত শেষ দিকে ত্রাতা হয়ে আসেন থিয়াগো আলমাদা। তার গোলেই হার এড়িয়েছে আর্জেন্টিনা।   

গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল প্রতিশোধের। তবে বুধবার শুরুতেই দলটি গোল হজম করে শঙ্কায় পড়ে। শেষ পর্যন্ত আলমাদার নৈপুণ্যে কোনরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

ঘরের মাঠ বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির দুর্দান্ত এক আক্রমণ দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার পথচলা। তবে অল্প সময়ের মধ্যে আর্জেন্টিনার আক্রমণের জবাব দিতে শুরু করে কলম্বিয়া। সে ধারাবাহিকতায় ম্যাচের ২৪ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ।

প্রতি-আক্রমণে সতীর্থ কেভিন কাস্তানোর কাছ থেকে মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পান লিভারপুল তারকা। এরপর বাঁ প্রান্ত দিয়ে অনেক দূর এগিয়ে গিয়ে ঢুকে পড়েন আর্জেন্টিনার বক্সে। বক্সের ভেতর তিন আর্জেন্টাইন ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে জায়গা বের দুর্দান্ত এক শট নিয়ে করেন ম্যাচের প্রথম গোল।

সমতায় ফেরার সুযোগ আর্জেন্টিনা পেয়েছিল ম্যাচের ৩০তম মিনিটে। বল জালেও জড়িয়েছিল। কিন্তু রেফারি অফসাইডের পতাকা উড়ায়। যে কারণে হতাশ হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির আগে আরও একাধিকবার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। কিন্তু কলম্বিয়ার সুদৃঢ় রক্ষণ-দেয়াল ভেঙে পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণে যায় তারা। কিন্তু কলম্বিয়ার ডিফেন্স দারুণভাবে আটকে রেখেছিল আর্জেন্টিনার আক্রমণভাগকে। ৬৩ মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন এনজো ফার্নান্দেজ। এরপর ৬৮ মিনিটে গোলের কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় স্বাগতিকদের। তবে আর্জেন্টিনার বিপদ বাড়ে ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেই মূলত এই কার্ডটি দেখেন চেলসি মিডফিল্ডার।

১০ জনের দলে পরিণত হয়েও অবশ্য আর্জেন্টিনা হাল ছাড়তে নারাজ ছিল। ৭৭ মিনিটে আর্জেন্টিনা পিছিয়ে থাকা অবস্থাতেই মেসিকে তুলে নেন স্কালোনি। তার বদলে মাঠ নামেন এজেকিয়েল পালাসিওস।

দলের সবচেয়ে তারকা মেসি নেই। দলের খেলোয়াড় একজন কম। তারপরও দমে যায়নি। ঠিক সে সময় দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলমাদা। 

আর্জেন্টিনা সমতায় ফিরতেও লিড বাড়তে চেষ্টার কোন কম করেনি কলম্বিয়া। ম্যাচের ৮৬তম মিনিটে সুযোগও পেয়েছিল দলটি। তবে আর্জেন্টিনার গোলরক্ষকের কারণে শেষ পর্যন্ত তারা আর জাল খুঁজে পায়নি। যে কারণে 

লিড হারিয়েও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় কলম্বিয়া। ৮৬ মিনিটে সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধায় গোলটি আর পাওয়া হয়নি। এরপর আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন