বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ফের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

খেলা ডেস্ক ১৬ মে , ২০২৫, ১২:১২:০৯

147
  • ছবি: ইন্টারনেট

লা লিগার এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হতে হলে বার্সেলোনার সামনে সমীকরন ছিল শুধুমাত্র  এস্পানিওলকে তাদের মাঠে হারানো। সে হিসেব সোমবার মিলিয়ে দেন লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। তাদের গোলে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সা। সর্বোচ্চ ৩৬বার লিগ জিতেছে রিয়াল।

৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না।

প্রথমার্ধের ১২ মিনিটে দারুণ সুযোগ পায়  এস্পানিওল। তবে সে সময় হাভি পুয়েদোর শট ডান পাশের পোস্ট ঘেঁষে চলে যায়। এর চার মিনিট পরই বার্সা গোলকিপার ভয়চেক সেজনিকে একা পেয়েও গোল করতে পারেননি পুয়েদো। বল সেজনির হাতে তুলে দিয়েছেন।

প্রথমার্ধে বার্সাও গোলের সুযোগ পেয়েছে। ইয়ামাল-তোরেসরা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু বিরতির পর ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইয়ামালের বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোল পেয়ে যায় বার্সা। চলতি মৌসুমে এটি ইয়ামালের ১৭তম গোল। চোখধাঁধানো এই গোলের পর বার্সা ম্যাচের শেষ গোলটি পেয়েছে যোগ করা সময়ের পাঁচ মিনিটে। বক্সের ভেতর অরক্ষিত বল পেয়ে শট নেন লোপেজ। পাসের উৎস ছিলেন ইয়ামাল। এবার লা লিগায় এ নিয়ে ১৩ গোল করালেন ইয়ামাল। গোল করানোয় তাঁর ওপরে আর কেউ নেই।

নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ১০ জনে পরিণত হয়েছিল এস্পানিওল। ৮০ মিনিটে ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন এস্পানিওলের উরুগুয়ে ডিফেন্ডার লেয়ান্দ্রো কাবরেরা।

বার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক। ক্লাবটিতে অভিষেক মৌসুমেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। শুক্রবার লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা শহরে উদ্‌যাপন করবে ফ্লিকের দল।

লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে ঘরোয়া সব শিরোপাই জিতল বার্সা। গত জানুয়ারিতে জিতেছে সুপার কাপ, গত মাসে কোপা দেল রে এবং এরপর লিগ শিরোপাও কাতালান ক্লাবটির ঘরে উঠল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন