রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ঘটনাবহুল ম্যাচে নতুন বছরের শুরুতেই রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক ৪ জানুয়ারি , ২০২৫, ১০:২৮:৩৭

131
  • ছবি: ইন্টারনেট

নতুন বছরে লা লিগার প্রথম ম্যাচে শুক্রবার রাতে একের পর এক বিতর্ক দেখা গেল। উস্কানিতে উত‍্যক্ত হয়ে গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। এদিকে পেনাল্টি মিস করেন জুড বেলিংহ‍্যাম। যে কারনে রিয়াল মাদ্রিদ শিবিরে ভর করে হারের শঙ্কা। শেষ পর্যন্ত দলটির ত্রাণকর্তা হয়ে দাঁড়ান লুকা মদ্রিচ। বদলি নেমে দলকে সমতায় ফেরালেন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার। যোগ করা সময়ে স্বাগতিকদের উপহার কাজে লাগিয়ে দলকে তিন পয়েন্ট এনে দিলেন বেলিংহ‍্যাম।

ভালেন্সিয়ার বিপক্ষে  শুক্রবার রাতের উত্তেজনা ছড়ানো ম‍্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। উগো দুরোর গোলে অনেকটা সময় এগিয়ে থেকে দারুণ এক জয়ের আশা জাগিয়েছিল ভালেন্সিয়া। তবে মদ্রিচ সমতা ফেরানোর পর বেলিংহ‍্যামের গোলে ঘুরে দাঁড়ানোর আরও একটি দারুণ গল্প উপহার দিল কার্লো আনচেলত্তির দল।

ভ্যালেন্সিয়ার মাঠে শুক্রবার গোলের প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। তবে সে সময় ফেদে ভালভের্দের গতিময় শট রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক স্তলে দিমিত্রিয়েভস্কি। এদিকে দ্বাদশ মিনিটে দিমিত্রি ফুলকিয়ের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ছয় মিনিট শট লক্ষ‍্যে রাখতে পারেননি ভালেন্সিয়ার হাভিয়ের গেররা।

২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ছুটে গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি। যে কারণে পিছয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে ভালেন্সিয়াকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল। তবে একের পর এক ফাউলে বারবার গতি হারায় খেলা। ম্যাচের ৫২তম মিনিটে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ‍্যামের নিচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে! স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের হয়ে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন তিনি।

৫৮তম মিনিটে বল জালে পাঠান এমবাপে। তবে বেলিংহ‍্যামের পাস পাওয়ার সময় তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল। নয় মিনিট পর অহেলিয়া চুয়ামেনির ক্রসে রদ্রিগোর দারুণ হেড ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। ভালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। ভিএআর মনিটরে দেখে রেফারি যখন তাকে কার্ড দেখান তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু সতীর্থরা ও কোচিং স্টাফের সদস‍্যরা তাকে অনকেটা জোর করে সেখান থেকে সরিয়ে নেন।

৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বদলি নামা মদ্রিচ। বেলিংহ‍্যামের দারুণ পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফুলকিয়ের কাছ থেকে বল পেয়ে উদ্দেশ‍্যহীন দুর্বল ব‍্যাক পাসে বিপদ ডেকে আনেন উগো গিয়ামন। সুবর্ণ সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন বেলিংহ‍্যাম। শেষ পর্যন্ত কঠিন এই লড়াইয়ে ১০ জন নিয়েও জেতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল রেয়াল।

দুর্দান্ত এই জয়ে নতুন বছরে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম‍্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন