মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

খেলা
  >
ফুটবল

আতালান্তার মাঠে রিয়ালের রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক ১১ ডিসেম্বর , ২০২৪, ১০:০০:০২

107
  • ছবি: ইন্টারনেট

কঠিন সময়ে অবশেষে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আতালান্তার মাঠে পেল রোমাঞ্চকর এক জয়। এরফলে এ টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠার আশা জোরাল রাখল কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে রিয়াল জিতেছে ৩-২ গোলে। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের লিগে ১৮ নম্বরে উঠেছে রিয়াল। পরের রাউন্ডের জন্য প্লে অফ নিশ্চিত করতে থাকতে হবে ২৪ দলের ভেতর।

আতালান্তার মাঠে মঙ্গলবার রাতে ম্যাচের ১০ মিনিটে চোখ ধাঁধানো গোল করেন কিলিয়ান এমবাপে। বিরতির খানিক আগে পেনাল্টি থেকে সমতায় চলে আসে ইতালিয়ান ক্লাব। বিরতির পর বুদ্ধিদীপ্ত প্লেসিং শটে জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র। ৫৯ মিনিটে জুড বেলিংহ্যাম দেখান একক ঝলক। এরপর ৬৫ মিনিটে ব্যবধান আবার কমান আদেমোলা লুকমেন।

ঘরের মাঠে মঙ্গলবার রিয়ালের সাথে সমান তালে লড়েছে আতালান্তা। বল পজিশন বরং ভালো ছিলো তাদের (৫৫ শতাংশ)। গোলমুখে ২০ শট নিয়ে ৯টা লক্ষ্যে রাখতে পারে তারা। অন্য দকে রিয়ালের ১০ শটের ৬টি ছিলো নিশানায়, যা থেকে তিন গোল আদায় করে নিতে পারে তারা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের দশম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস ধরে রক্ষণ চিরে কোনাকুনি শটে জাল খুঁজে নেন নেইমার। বিরতির পর যখন ১-১ সমতা, তখন বক্সের মধ্যে বল পেয়ে বা পায়ের দারুণ প্লেসিং শটে ফের দলকে এগিয়ে নেন ভিনিসিউস। তিন মিনিট পর বেলিংহ্যামের গোলের যোগানও দেন ভিনি। তার পাস ধরে বাম পায়ের আড়াআড়ি শটে জাল খুঁজে পেয়ে দুহাত প্রসারিত করেন বেলিংহ্যাম।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন