বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

দিয়াজের দুর্দান্ত হ্যাটট্রিকে লিভারপুলের জয়

ক্রীড়া ডেস্ক ৬ নভেম্বর , ২০২৪, ১০:২১:৫০

129
  • ছবি: ইন্টারনেট

মাঠের ফুটবলে সময়টা দারুণ কাটছে লিভারপুলের। সেই ধারাবাহিকতা দলটি মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও ধরে রেখেছে। সে সময় ঘরের মাঠে লুইস দিয়াজের হ্যাটট্রিকে বায়ার লেভারকুসেনকে ৪–০ গোলে হারিয়েছে তারা।

লিভারপুলের বিপক্ষে শুরু থেকে সংগ্রাম করেছে লেভারকুসেন। যদিও শুরুতে প্রতিপক্ষ রক্ষণে খুব কমই ঘেঁষতে পেরেছে তারা। অন্যদিকে লিভারপুল আক্রমণগুলো গুছিয়ে করলেও লেভারকুসেন বক্সের আশপাশে গিয়ে খেই হারাচ্ছিল বারবার। এমনকি ফ্রি–কিক থেকেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় লিভারপুল। শেষ পর্যন্ত কোনো গোল ছাড়াই বিরতিতে যেতে হয় দুদলকে।  

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচের ৬১ মিনিটে ভাঙে লেভারকুসেনের রক্ষণ দুর্গ। কার্টিস জোন্সের দুর্দান্ত এক থ্রু পাস ধরে গোল করেন লুইস দিয়াজ। এই গোলই যেন বদলের ম্যাচের চিত্র। গোলটির রেশ কাটার আগেই ২ মিনিট পর অসাধারণ এক হেডে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। এরপর আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন দিয়াজ। আর লিভারপুল পায় ৪–০ গোলের দারুণ এক জয়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন