মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি মেসি

ক্রীড়া ডেস্ক ২ নভেম্বর , ২০২৪, ১১:৫৫:৫৩

126
  • ছবি: ইন্টারনেট

লিওনেল মেসির কাছে বয়স এখনও একটা সংখ্যা মাত্র। যে কারণে ২৭ বছর বয়সেও মাঠের ফুটবলে ছুঁটছেন দুর্দান্ত। তাই ভক্তরা অনেকেই তাকে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে দেখতে চাইছেন। তবে কিং লিও এখনও জানেনা আসলেই কি আগামী বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। এ ব্যাপারে অবশ্য আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য মেসির সাক্ষাৎকার নেন সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সেখানে মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কি না? ক্যারিয়ার শেষে কোচ হতে চান কি না? এমন অনেক প্রশ্ন করেন তিনি। মেসি বলেন, ‘আসলে আমি এখনও জানি না যে ২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা। এ বিষয়ে আমাকে প্রচুর প্রশ্ন শুনতে হয়। বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এই বছরটি ভালোভাবে শেষ করতে চাই। এরপর ভালো একটি প্রাক-মৌসুমের মাধ্যমে পরের বছরটি শুরু করতে চাই। অনেক ভ্রমনের কারণে গেল বছর যেটা হয়নি আমার ক্ষেত্রে।’

মাঠের ফুটবলকে গুডবাই বলার পর মেসি কি করবেন? এর জবাবে তিনি বলেন,‘আমি জানি না অবসরের পরে ঠিক কী করতে চাই। কোচিংয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই, তবে কিছু এখনও স্পষ্ট নয়। আমি দিনকে দিন জীবনযাপন করতে পছন্দ করি, তাই বর্তমানে শুধু খেলা, অনুশীলন এবং মাঠে মজা করাই আমার লক্ষ্য।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন