মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

নেপালকে হারিয়ে ফের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ৩০ অক্টোবর , ২০২৪, ২০:৪৭:১৬

445
  • ছবি: ইন্টারনেট

দুর্দান্ত লড়াই করেও প্রথমার্ধে জালের দেখা পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বিরতির পর ঠিকই গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও গোল ব্যবধান খুব বেশিক্ষন ধরে রাখতে পারেনি মনিকা চাকমা-সাবিনা খাতুন। তবে ম্যাচের শেষ দিকে ঋতুপর্ণার দারুণ এক গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এরফলে নারী সাফে টানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। 

 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এদিন বিরতির পর শুরুতে মনিকা চাকমার গোলে এগিয়ে যায় লাল-সবুজ প্রতিনিধিরা। পরে নেপাল সমতায় ফেরে। তবে দমে যায়নি সাবিনা খাতুনরা। শেষ পর্যন্ত দুর্দান্ত এক গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত করে ঋতুপর্ণা। এরআগে ২০২২ সালের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। 

 

ম্যাচের ১৮ মিনিটে মনিকা চাকমাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অমৃতা জইশি। মিনিট চারেক পর দূরপাল্লার শটে গোলের চেষ্টা করে বাংলাদেশ। তবে মাসুরা পারভীনের শট সহজেই আয়ত্বে নেন নেপাল গোলরক্ষক আনজিলা। 

 

৩৩ মিনিটে নেপাল বক্সের বাইরে সুযোগ আসে বাংলাদেশের সামনে। তবে সফরকারীরা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। মারিয়া মান্দার শট বারের ওপর দিয়ে চলে যায় বাইরে। প্রথমার্ধে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দলই। যে কারণে গোল শুন্য থেকে দুই দলই যায় বিরতিতে। 

 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নেপালের রক্ষণে চাপ বাড়ায় বাংলাদেশ। এ সুবাদে এগিয়ে যায় তারা ম্যাচের ৫২ মিনিটে। সে সময় সাবিতা রানা মাগারের ভুলে বল গিয়ে পড়ে মনিকা চাকমার পায়ে। তার গোলে লিড নেয় বাংলাদেশ। 

 

এগিয়ে যাওয়ার আনন্দ বাংলাদেশের মেয়েরা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৫৫তম মিনিটে গোল হজম করে তারা। সে সময় প্রীতি রাইয়ের পাস আটকাতে ভুল করেন মাসুরা পারভীন। বল গিয়ে পড়ে আমিশা কারকির পায়ে। গোলরক্ষককে একা পেয়ে বলটা সহজেই জালে জড়ান নেপালি এই ফরোয়ার্ড। 

 

গোল হজম করার পর দ্রুত লিড নিতে সব রকম চেষ্টায় করে বাংলাদেশের। তবে কোন কিছুতেই গোলের দেখা পাচ্ছিলো না। তাই কিছুটা শঙ্কাও ভর করেছিল লাল-সবুজ শিবিরে। শেষ পর্যন্ত ম্যাচের ৮০তম মিনিটে সেটা উড়িয়ে দেন ঋতুপর্ণা চাকমা। সে সময়  শামসুন্নাহার সিনিয়রের থ্রো ইন থেকে ঋতুপর্ণা চাকমাকে মার্ক করার দায়িত্ব ছিল বদলি খেলোয়াড় আনিতা বেসনেতের। তিনি তা পারেননি, অনেকটা ফাঁকায় থেকে শট নেন ঋতুপর্ণা। তার শট আনজিলার হাতে লেগে জালে। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটাই হয়। বাংলাদেশ দলও টানা সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে। ওদিকে নেপাল টানা ষষ্ঠ বারের মতো নারী সাফের ফাইনালে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়ে। 

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন