সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ , ২ জুমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে ‘প্রথম’ জয় পেল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক ২ অক্টোবর , ২০২৪, ০৯:৫৩:১৩

145
  • ছবি: ইন্টারনেট

রবের্ত লেভানডোভস্কির নৈপুণ্যে এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম জয়ের দেখা পেল বার্সেলোনা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে ইয়াং বয়েজকে ৫-০ গোলে হারিয়েছে কাতালানরা। এরআগে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করেছিল ন্যু-ক্যাম্পের দলটি। এরপর ওসাসুনার বিপক্ষেও হেরেছিল দলটি। যে কারণে জয়ের জন্য মরিয়া ছিল তারা। সেটাই গতকাল রাতে দেখা গেল। 

মঙ্গলবার রাতে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে বার্সেলোনা। সেই ধারাবাহিকতায় চতুর্থ মিনিটে লামিনে ইয়ামালের শট ঠেকান মার্ভিন কেলার। চার মিনিট পরে আর পারেননি তিনি। কাছের পোস্টে ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি রাফিনিয়ার দারুণ নিচু ক্রস। ছুটে গিয়ে দূরের পোস্ট ফাঁকা জালে বল পাঠান লেভানডোভস্কি।

বল দখলে অনেক এগিয়ে থাকা বার্সেলোনার একের পর এক আক্রমণে নিজেদের অর্ধ ছেড়েই বের হতে পারছিল না সুইস চ্যাম্পিয়নরা। ৩০তম মিনিটে একটি সুযোগ অবশ্য পেয়েছিল তারা। কিন্তু বিপহ্জনক জায়গায় বল পেয়েও বাইরে মেরে দলকে হতাশ করেন ইব্রিমা কুলি।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। পেদ্রির জোরাল শট হেড করে ফেরান সফরকারীদের একজন। আলগা বল পেয়ে বাকিটা অনায়াসে সারে ছন্দে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

৩৭তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন মার্তিনেস। পেদ্রির ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

দুই মিনিট পর ফেররান তরেসের শট ঠেকান বয়েজ গোলরক্ষক। ৪৫তম মিনিটে তিনি ঠেকান ইয়ামালের প্রচেষ্টা।

বিরতির পর একই ছন্দে শুরু করা বার্সেলোনা ব্যবধান বাড়ায় ৫১তম মিনিটে। রাফিনিয়ার কর্নারের মার্তিনেসের হেডে বল পেয়ে যান লেভানডোভস্কি। জটলার মধ্য থেকে বাকিটা সারেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। এদিকে ম্যাচের ৮১তম মিনিটে বয়েজের ভুলেই বাড়ে ব্যবধান। নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোহামেদ আলি কামারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন