রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ফুটবল ছাড়ার ঘোষণা পেপের

ক্রীড়া ডেস্ক ৯ আগস্ট , ২০২৪, ০৯:৪৩:০৬

196
  • ছবি: ইন্টারনেট

বয়স ৪১। তারপরও মাঠের ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছিলেন পেপে। তবে এবার থামার ঘোষণা দিলেন তিনি। সব ধরণের ফুটবলকে বিদায় বলেছেন পর্তুগালের এ তারকা।  

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল পেপের ক্যারিয়ারের শেষ ম্যাচ। টাইব্রেকারে সে ম্যাচে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।

পর্তুগালের জার্সিতে পেপে খেলেছেন ১৪১ ম্যাচ। জিতেছেন ২০১৬ ইউরো। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে সোনালি সময় কেটেছে পেপের। ১০ মৌসুম মাদ্রিদের ক্লাবটিতে কাটিয়ে জিতেছেন তিনটি লা লিগার শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন দুবার।

এদিকে পোর্তো থেকে ২০০৭ সালে রিয়ালে যোগ দেন পেপে। ২০১৭ সালে রিয়াল ছেড়ে বেসিকতাসে যোগ দেন। দুই মৌসুম তুর্কি ক্লাবটিতে খেলে ২০১৯ সালে ফিরে যান পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এ ক্লাবের হয়ে দুই মেয়াদে মোট চারবার প্রিমেরা লিগ জিতেছেন পেপে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন