শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ইংল্যান্ডকে ট্রফি উপহার দিতে না পারায় কোচ সাউথগেটের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক ১৬ জুলাই , ২০২৪, ১৯:১৪:৪৭

297
  • গ্যারেথ সাউথগেট। ছবি-ইন্টারনেট

এক সময়ে ছিলেন ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়। ইংল্যান্ড ফুটবল দলের হয়ে খেলেছেন ৫৭টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১৭ সালের ডিসেম্বরে পেয়েছিলেন ইংল্যান্ড ফুটবল দলের কোচের দায়িত্ব।

শুরুটা তার ২০১৮ বিশ্বকাপ দিয়ে ১০২টি ম্যাচে কোচিং করিয়েছেন ইংল্যান্ডকে। দায়িত্ব নেওয়ার পর ২০১৮ সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছিলেন।

২০২০ এবং এই বছরের ইউরোয় ইংল্যান্ড তাঁর প্রশিক্ষণে ফাইনালে খেলেছে ইংল্যান্ড ফুটবল দল। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে তুলেছেন তিনি। 

চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি ছিল সাউথগেটের। তবে ইউরোর পর পর দুই আসরে ইংল্যান্ডের ফাইনাল ট্র্যাজেডিতে খেয়েছেন গ্যারেথ সাউথগেট বড় ধাক্কা। গত রোববার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হারটা মেরে নিতে পারেননি। তাই মেয়াদ পূর্ণ করার ৫ মাস আগে ইংল্যান্ড ফুটবল দলের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন সাউথগেট। 

ইংল্যান্ডের ফুটবল নিয়ামক সংস্থা এফএ-র ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাউথগেট-‘ইংল্যান্ডের হয়ে খেলা এবং কোচিং করানো আমার কাছে সম্মানের। নিজের সব কিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন বদলের সময় এসেছে। নতুন অধ্যায়ের সময় এসেছে। বার্লিনে স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটাই ইংল্যান্ডের কোচ হিসাবে আমার শেষ ম্যাচ।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন