রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ড্রয়ে শেষ আর্সেনাল-বায়ার্নের রোমাঞ্চকর লড়াই

ক্রীড়া ডেস্ক ১০ এপ্রিল , ২০২৪, ১০:৪৬:২৭

202
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়নস লিগে ম্যাচের মধ্যে দিয়ে মঙ্গলবার লন্ডনে ঘরের মাঠে ফেরে হ্যারি কেন। যে কারণে এদিন তার উপর ছিল সবার চোখ। কাউকেই তিনি নিরাশও করেননি। ঠিকই করেন গোল। তবে জয় নিয়ে ফিরতে পারেননি ইংলিশ এ স্ট্রাইকার। উত্থান-পতনের রোমাঞ্চকর লড়াই শেষে ২-২ সমতাতে মাঠ ছাড়ে আর্সেনাল ও বায়ার্ন।

মঙ্গলবার ঘরের মাঠে শুরুটা দাপুটে করে আর্সেনাল। দারুণ ছন্দে থাকা গানারদের আক্রমণের তোপে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে বায়ার্ন। অতিথিদের চাপে রেখে ১২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো নিচু শটে গোল করেন ইংলিশ উইঙ্গার। গোল খেয়ে যেন ঘুম ভাঙে বায়ার্নের। ১৮ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতাও ফিরিয়ে আনে তারা।

অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সের্হে নাব্রি। এ গোলের সুযোগ তৈরিতে অবশ্য আর্সেনালের নিজেদের ভুলও কম ছিল না। এরপর ঘরের মাঠে আর্সেনাল সমর্থকদের দ্বিতীয়বার হৃদয় ভাঙে ২৯ মিনিটে। বক্সের ভেতর লেরয় সানেকে ফাউল করে উইলিয়াম সালিবা ফেলে দিলে এ পেনাল্টি পায় বায়ার্ন। আর্সেনাল গোলরক্ষক আগেই জায়গা ছাড়লে আলতো শটে বল জালে জড়ান কেন।

পিছিয়ে পড়ার পর খেই হারায় আর্সেনাল। আক্রমণ ও বলের দখলে অবশ্য আর্সেনালই এগিয়ে ছিল, কিন্তু তাদের আক্রমণগুলো ম্যাচে ফেরার জন্য মোটেই যথেষ্ট ছিল না। ঘরের মাঠে পিছিয়ে থেকেই বিরতিতে যায় প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।

বিরতির পরও দাপট ছিল আর্সেনালের। ম্যাচে ফেরার জন্য জোর চেষ্টা চালায় তারা। বায়ার্নও চেষ্টা করে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়িয়ে ম্যাচকে নিরাপদে নিয়ে যেতে। তবে এ লক্ষ্যে বায়ার্ন সফল না হলেও, আর্সেনাল ঠিকই কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি পেয়ে যায়। দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে গোল করেন লেয়ান্দ্রো ট্রোসার্ড। এই গোলই শেষ পর্যন্ত হার থেকে বাঁচায় আর্সেনালকে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন