সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর আগেই সমর্থকদের মারামারি

খেলা ডেস্ক ২২ নভেম্বর , ২০২৩, ০৮:০০:৩৬

344
  • ছবি: ইন্টারনেট

প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ব্রাজিল ও আর্জেন্টিনা দল প্রবেশ করে মাঠে। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালিতে তুমুল মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থক। যে কারণে দল নিয়ে মাঠ ছেড়ে যান লিওনেল মেসি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে বল মাঠে গড়ায় আরও ৩০ মিনিট পর। 

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে  শুরু হওয়ার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি।

অনাকাঙ্ক্ষিত ঘটনাটির সূত্রপাত কী থেকে, তা অবশ্য পরিষ্কার নয়। তবে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। উত্তপ্ত পরিস্থিতিতে বেশ খানিকটা সময় অপেক্ষা করে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। সেসময় ব্রাজিলের খেলোয়াড়রা অবশ্য ছিলেন মাঠেই। রেফারিদেরও অপেক্ষা করতে দেখা যায়। গ্যালারি ঠাণ্ডা হলে প্রায় আধ ঘণ্টা পর দল নিয়ে মাঠে ফিরেন আর্জেন্টিনা অধিনায়ক। 

বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। তাদের সমর্থকদের বিরোধ বরাবরই চরমে। গত বিশ্বকাপ জেতার পর এবারই প্রথম ব্রাজিলের মুখোমুখি হয়ে আর্জেন্টিনা। বাছাই পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। তবে হারলেও টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা।  আপাতত পাঁচে অবস্থান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন