বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ব্যালন ডি’অর জয়ী মেসি পেলেন আরও একটি পুরস্কার

ক্রীড়া ডেস্ক ১৩ নভেম্বর , ২০২৩, ১১:৪৭:০৪

238
  • ছবি: ইন্টারনেট

কয়েকদিন আগেই অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। সেই রেশ থাকতে থাকতেই এ তারকা জিতলেন আরও একটি পুরস্কার। ২০২৩ মৌসুমে ইন্টার মিয়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে মিয়ামি।

২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি বলেঠিআর কিছু চাওয়া-পাওয়ার নেই। তিনি এমনটা বলছেন ঠিক, কিন্তু বিশ্বকাপের পরও দারুণ খেলছেন এ তারকা ফরোয়ার্ড। যে কারণে একের পর এক পুরস্কার নিজের করে নিচ্ছেন তিনি। 

গত মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হলেও মেসি পিএসজি থেকে এসে যোগ দেন জুলাইয়ে। প্রথম থেকেই মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে দুর্দান্ত ছিলেন মেসি। ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে করেছেন ১১ গোল, আরও ৮ গোলে আছে সহায়তা। মেসির এই নৈপূণ্যে ভর করে ইন্টার মিয়ামি পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা। মায়ামিকে লিগস কাপের সেই শিরোপা জেতাতে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন মেসি। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।

এর আগে ইন্টার মিয়ামির এমভিপি পুরস্কার জিতেছেন লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন ও লুইস মরগান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন