রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

খেলা
  >
ফুটবল

সাদের গোলে হার থেকে বাঁচল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ১২ অক্টোবর , ২০২৩, ২০:২৯:০০

306
  • ছবি: ইন্টারনেট

মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের প্রথম লেগে ম্যাচে বৃহস্পতিবার সমর্থকদের একটা সময় মনে হয়েছিল নিশ্চিতভাবেই হারছে বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদেরকে ভুল প্রমাণ করেন বদলি নামা সাদ উদ্দিন। তার একমাত্র গোলেই হার থেকে বেঁচে মাঠ ছেড়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।  

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে বাংলাদেশ তাদের বিপক্ষে ফিরতি লেগ খেলবে ১৭ অক্টোবর। অ্যাওয়ে ম্যাচের এই গোলটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। এরপর চতুর্থ রেফারি ৫ মিনিট ইনজুরি সময় দেন। যার দ্বিতীয় মিনিটেই ম্যাচে সমতা আনে বাংলাদেশ। বাম প্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো বলটিকে সাদ উদ্দিন প্লেসিংয়ে জালে জড়ান। বাংলাদেশকে মহাগুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেওয়ার আনন্দে জার্সি খুলে উল্লাস করেন তিনি। যদিও এজন্য তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে।

এর আগে ৮৬ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেটিও নিজেদের ভুলে। মালদ্বীপের ফরোয়ার্ডের করা এক ক্রসে তারিক কাজী লাফিয়ে হেড দেন। সেই হেড ক্লিয়ার না হয়ে সতীর্থ ডিফেন্ডার গায়ে লেগে মালদ্বীপের আরেক ফরোয়ার্ড হাসান নাজিমের পায়ে পড়ে। গোলরক্ষক মিতুল মারমা এগিয়ে আসলেও নাজিম প্লেসিংয়ে বলটি জালে ঠেলে দেন।

মালদ্বীপ থেকে বাংলাদেশ অবশ্য জয় নিয়েই ফিরতে পারত। বাংলাদেশের ফুটবলে চিরকালীন যে সমস্যা—‘গোল করতে না পারা’, সেটিই আজ বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ৪০ মিনিটে নিশ্চিত সুযোগ নষ্ট করেন, ৬৯ মিনিটে রাকিবের ক্রস থেকে মালদ্বীপের গোলপোস্টের সামনে থেকে যে মিসটি করেন। এর আগে ৫৬ মিনিটে রাকিবের থ্রু থেকেই মালদ্বীপের গোলকিপারকে একা পেয়েও বাইরে মারেন ফাহিম। সুযোগ কাজে লাগাতে পারলে আজ তার হ্যাটট্রিকও হয়ে যেতে পারত।

মালদ্বীপের মাটিতে এর আগে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সেই রেকর্ডের পরিবর্তন আজও হয়নি। ঘরের মাঠে বাংলাদেশ তাদের বিপক্ষে ফিরতি লেগ খেলবে ১৭ অক্টোবর। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন