শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

১৮ অক্টোবর ঢাকায় আসছেন রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক ১২ অক্টোবর , ২০২৩, ১৬:৩৩:০৬

301
  • ছবি: ইন্টারনেট

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ঢাকায় আসছেন আগামী ১৮ অক্টোবর। এ খবরটি  কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জানিয়েছেন। 

এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, রোনালদিনহো এবার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন।

শতদ্রু দত্ত ফেসবুকে লিখেছেন, ‘“আমার সোনার বাংলা”...আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’  

রোনালদিনহো সর্বকালের সেরা ফুটবলার। তিনি ক্লাব ফুটবলে খেলেছেন পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে। এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন