সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

খেলা
  >
ফুটবল

আর্জেন্টিনা দলে চোটাক্রান্ত মেসি, জায়গা হয়নি ডি মারিয়ার

ক্রীড়া ডেস্ক ৬ অক্টোবর , ২০২৩, ১২:০৮:০৩

358
  • ছবি: ইন্টারনেট

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে গত মাসে  মাংসপেশির চোটে পড়েন লিওনেল মেসি। যে কারণে এ তারকা জাতীয় দল ও ক্লাব ফুটবলের ম্যাচের বাইরে রয়েছেন গত দুই সপ্তাহ ধরে। তিনি কবে আবার ইন্টার মিয়ামির জার্সিতে ফিরতে পারবেন ঠিক জানাতে পারেনি কোচ জেরার্দো মার্তিনো। প্রতিদিন মেসির অবস্থা পর্যবেক্ষণের কথা বলেন তিনি। তবে তাকে নিয়ে দল ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে দলে রাখলেও স্কালোনির স্কোয়াডে জায়গা হয়নি অ্যাঙ্গেল দি মারিয়ার। চ্যাম্পিয়নস লিগে বেনফিকা-ইন্টার মিলান ম্যাচে চোটে পড়েছেন তিনি।

আগামী ১৩ অক্টোবর ভোরে প্যারগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর আগামী ১৮ অক্টোবর মেসিদের প্রতিপক্ষ পেরু। 
 
এর আগে মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনা পায় ৩-০ গোলের দুর্দান্ত এক জয়।
 
আর্জেন্টিনার স্কোয়াড|
 
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুসো (আতালান্তা)
 
ডিফেন্ডার: ওয়াল্টার বেনটেজ (পিএসভি আইন্দোহোভেন), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), গঞ্জালো মন্তিয়েল (নটিংহাম ফরেস্ট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), জার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লুকাস মার্তিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো পেলেগরিনো (এসি মিলান), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), লুকাস এসকুইভেল (আথলেটিকো পারানায়েন্সে)।
 
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), এনজো ফার্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকেল পালাসিওস (বায়ের লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা), জিওভানি লো সেলসো (টটেনহাম), ব্রুনো জাপেলি (অ্যাথলেটিকো পারানায়েন্সে), কার্লোস আলাকারাজ (সাউদাম্পটন)।
 
ফরোয়ার্ড: পাওলো দিবালা (রোমা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ফাকুন্দো ফারাস (ইন্টার মায়ামি), লুকাস বেলটার (ফিওরেন্তিনা), আলেসান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া)।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন