শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

রিয়ালের বড় জয়ে আবার পেছাল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক ১ অক্টোবর , ২০২৩, ০৮:৪৩:০২

189
  • ছবি: ইন্টারনেট

লা লিগার এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইটা যেন হয়ে উঠেছে ইঁদুর-বিড়ালের খেলার মতো। কখনও শীর্ষে উঠছে বার্সেলোনা। আবার দ্রুত সময়ের মধ্যে তাদের হটিয়ে সেই জায়গা দখল করছে রিয়াল মাদ্রিদ। সেই একই অবস্থা হয়েছে আরও একবার। শনিবার রাতে জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে সরিয়ে ফের শীর্ষস্থান দখল করেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। 

শনিবার জিরোনার মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে আতিথ্য নেয় রিয়াল। প্রথমার্ধে জোসেলু ও অঁরেলিয়ে চুয়ামিনির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ব্যবধানটা বাড়িয়ে নেন প্রায় নিয়মিতই স্কোরশিটে নাম তোলা জুড বেলিংহ্যাম। 
 
এদিন ম্যাচের ১৭ মিনিটেই বেলিংহামের ক্রসের পর দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়ান জোসেলু। এরপর লস ব্লাঙ্কোসরা দ্বিগুণ লিড পেতে দেরি করেনি। ২১ মিনিটেই ব্যবধান বাড়ায় টনি ক্রুসের কর্নারে পাওয়া বল লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন চুয়ামিনি। ২-০ লিড নিয়ে নিরাপদে বিরতিতে যায় বার্নাব্যু শিবির।
 
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জিরানোর রক্ষণের পরীক্ষা নেয় রিয়াল। তবে কিছুতেই জালমুখ খুঁজে পাচ্ছিলো না তারা। অবশেষে ৭০ মিনিটে ফিরতি বল পেয়ে জোসেলু বাড়ান বেলিংহ্যামের পায়ে। এই ইংলিশ মিডফিল্ডার ছয় গজ বক্সের ভেতর থেকে ভলিতে বল জালে পাঠান। এটি রিয়ালের হয়ে ৭ ম্যাচে অষ্টম গোল হয়ে গেল তার। শেষ দিকে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার নাচো ফার্নান্দেস।
 
আট ম্যাচের সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুইয়ে। আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন