শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

নেপালের বিপক্ষে সান্ত্বনার ড্রয়ে শেষ মেয়েদের এশিয়ান গেমস

ক্রীড়া ডেস্ক ২৮ সেপ্টেম্বর , ২০২৩, ১৭:৩৯:৩৯

199
  • ছবি: ইন্টারনেট

এশিয়ান গেমস থেকে আগেই ছিটকে পড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে শেষটা জয়ে রাঙাতে চেয়েছিল তারা। আশা জাগিয়ে ছিল মেয়েরা। তবে শেষ পর্যন্ত পারলেন না তাঁরা। চীনের হাংজুতে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে আজ নেপালের বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বৃহস্পতিবার ৪৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন এগিয়ে দেন বাংলাদেশকে। সেই গোল ধরে রেখে জয়ের কাছাকাছি চলে যান সাবিনারা। কিন্তু ৮৩ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। এ সময় নেপালের ফরোয়ার্ড রেখা পোদেল গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন তাঁর দলকে। বাকি সময়ে চেষ্টা করেও দ্বিতীয় গোলটা তুলে নিতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এশিয়ান গেমসে গিয়ে জয় ছাড়াই ফিরতে হচ্ছে সাবিনাদের।

এরআগে প্রথম জাপানের কাছে হার ৮-০ গোলে হেরে এবারের এশিয়ান গেমস ফুটবলের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হারে ৬-১ ব্যবধানে। আজ তৃতীয় ম্যাচে জয়ের আশায় মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল বলেই জয় পাওয়া কঠিনও ছিল না। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন