রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপজয়ী মেসিকে যে কারণে সংবর্ধনা দেয়নি পিএসজি

খেলা ডেস্ক ২৬ সেপ্টেম্বর , ২০২৩, ১৪:২৫:৪৪

354
  • ছবি: ইন্টারনেট

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর সময়গুলো মোটেও ভাল কাটেনি লিওনেল মেসির। ব্যাপারটি নিজেও বেশ কয়েকবারই বলেছিলেন কিং লিও। শুধু তাই নয় আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতেও ফরাসি ক্লাবটিতে এ তারকা পাননি সংর্বধনা। এ ব্যাপারটি নিয়ে গত সপ্তাহে ইএসপিএনের মিগু গ্রানাদোসেকে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপ করে মেসি। এবার সেই অভিযোগের জবাব দিয়েছেন নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতি বলেছেন, ফ্রান্সের খেলোয়াড় এবং সমর্থকদের সম্মান জানাতেই পিএসজির মাঠে মেসির বিশ্বকাপ জয় উদযাপন করা হয়নি। কিন্তু অনুশীলনে এবং ব্যক্তিগতভাবে মেসিকে ঠিকই সম্মান জানানো হয়েছে।

বিশ্বকাপ জিতে গত ১৮ ডিসেম্বর মেসি বড়দিনের ছুটি কাটাতে চলে যান নিজ শহর রোজারিওতে। সেখান থেকে পিএসিজতে যোগ দেন ৪ জানুয়ারি। ফেরার পর অনুশীলনে মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় পিএসজি। কিন্তু আর্জেন্টিনা দলে তার অন্য সতীর্থরা যেমন মাঠে সংবর্ধনা পেয়েছেন, মেসি তেমনটা পাননি।

বিশ্বকাপ জয়ের পরও কেনে মেসিকে সংবর্ধনা দেওয়া হয়নি, তা ব্যাখ্যা করতে গিয়ে খেলাইফি বলেছেন, ‘সবাই দেখেছেন, আমরা (উদযাপনের) ভিডিও প্রকাশ করেছি। আমরা মেসির সঙ্গে অনুশীলনে উদ্‌যাপন করেছি এবং আমরা ব্যক্তিগতভাবেও করেছি। তবে সম্মানের সঙ্গে বলতে চাই, আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদযাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। যে দলটিকে সে হারিয়েছে, সেটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাঁর সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকেরাও ফ্রান্সের সমর্থক।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন